তাঁর অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ফলন্ত কলাগাছ কেটে দিয়েছে। ফলে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্টের জিৎপুর এলাকায়। ওই এলাকার বাসিন্দা বিকাশ বিশ্বাস ২২ কাঠা জমিতে কলাগাছ চাষ করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় জমিতে গিয়ে সব কিছু ঠিকঠাক দেখেই বাড়ি ফেরেন।
আরও পড়ুন: মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ঘর, সব হারিয়ে পথে বসল পরিবার! বরাতজোরে কোনওমতে প্রাণ রক্ষা
advertisement
কিন্তু অভিযোগ, বুধবার সকালে মাঠে গিয়ে দেখেন ফসল নষ্ট করে দিয়েছে কেউ বা কারা। যার জেরে মাথায় হাত ওই কৃষকের। তিনি বলেন, বুধবার মাঠে গিয়ে তিনি দেখেন, যেসব গাছে কলা ধরেছিল, সেগুলিকেই কেটে দেওয়া হয়েছে। সারি সারি পড়ে রয়েছে একের পর এক ফলন্ত কলা গাছ। ঘটনায় তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত চাষি।
আরও পড়ুন: ফুড ডেলিভারির আড়ালে ভয়ঙ্কর খেলা, চলছিল কোটি কোটি টাকার কারবার! হাতেনাতে ধরল পুলিশ
এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। কিন্তু কে বা কারা এই কাণ্ড করল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে কৃষকের অনুমান, দুষ্কৃতীরা ব্যক্তিগত রোষ মেটাতে এই কাণ্ড করেছে। ফলন্ত কলাগাছগুলি কেটে দেওয়ার ফলে ব্যাপকভাবে তাঁর ক্ষতি হয়েছে। তাই দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তিনি।
