শুরুটা হয়েছিল পুজোর সময় পথেঘাটে থাকা কিছু অসহায় মানুষকে শুকনো খাবার বিতরণের মাধ্যমে। ধীরে ধীরে তাদের পরিসর বাড়িয়ে পৌঁছে যায় ইটভাটার শ্রমিক ও তাদের সন্তানদের কাছে। সমাজের নানা স্তরের দু:স্থ মানুষের পাশে দাঁড়ায় তারা। এবছর সংগঠনের সদস্যরা সিদ্ধান্ত নেন নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে একদিনের আনন্দ ভাগ করে নেওয়ার।
advertisement
আরও পড়ুন : আমেরিকা কাঁপাবে আসানসোল! পাড়ি দিচ্ছে আদিবাসী মহিলাদের তৈরি জিনিসপত্র, সেজে উঠবে প্রবাসের দুর্গা মণ্ডপ
সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সকাল থেকে কলেজ পড়ুয়া সদস্যরা পৌঁছে যান ওই বিদ্যালয়ে। সেখানে তারা ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় কিছু উপহার সামগ্রী প্রদান করেন। আয়োজন করা হয় মধ্যাহ্নভোজনের। একত্রে সময় কাটান গল্প, গান ও হাসিতে। স্কুলের ছাত্রছাত্রীরাও সংগীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মানবিক উদ্যোগে খুশি ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও। তরুণ প্রজন্মের এই উদ্যোগ সমাজে এক ইতিবাচক বার্তা বহন করে, যা পুজোর আনন্দকে আরও অর্থবহ করে তোলে বলেই মনে করছেন সমাজ বিশেষজ্ঞরা। কলেজ পড়ুয়া সংগঠনের সদস্যদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল বলেই তাঁদের মত।