Durga Puja 2025: আমেরিকা কাঁপাবে আসানসোল! পাড়ি দিচ্ছে আদিবাসী মহিলাদের তৈরি জিনিসপত্র, সেজে উঠবে প্রবাসের দুর্গা মণ্ডপ
- Reported by:Rintu Panja
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
আসানসোলের আদিবাসীদের হাতে তৈরি দেওয়াল অঙ্কন, মায়ের সাজসজ্জা, চালচিত্র, গহনার ডিজাইন দিয়ে সাজিয়ে তোলা হবে আমেরিকার দুর্গাপুজো মণ্ডপ।
আসানসোল, রিন্টু পাঁজা: বাংলার আকাশ বলছে পুজো চলে এল। আর মাত্র কয়েকটা দিন। অপেক্ষায় রয়েছেন বাঙালিরা, শুধু তাই নয় অপেক্ষায় রয়েছেন আমেরিকায় থাকা বাঙালিরাও। দুর্গাপুজো মানেই বাঙালির প্যান্ডেল হপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ, আড্ডা, গল্প আরও কত কী। তবে এই স্মৃতি আমেরিকাতে গিয়েও ভুলেনি প্রবাসীরা। সেখানেও তারা ধুমধামের সঙ্গে দুর্গাপুজোয় মেতে উঠেন। রীতিমতো তারাও প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবার আমেরিকার দুর্গাপুজো সেজে উঠছে বাংলার এই জেলার আদিবাসীদের নিজের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র দিয়ে।
আদিবাসীদের বাড়ি গেলেই দেখা যায় তাঁদের হাতের তৈরি আলপনা, বিভিন্ন শিল্প শৈলী যা আমাদের সকলের মন মোহিত করে তোলে। রীতিমতো তাঁদের হাতের ছোঁয়ায় ফুটে ওঠে অনবদ্য শিল্প যা এক কথায় বলা যায় জাদু। এবার আসানসোলের বিভিন্ন এলাকায় আদিবাসীদের হাতের তৈরি শিল্প শৈলী পৌঁছে যাবে সুদূর আমেরিকায়। রীতিমতো তারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে এ কাজ সম্পন্ন করেছেন।
advertisement
advertisement
পশ্চিম বর্ধমানের আসানসোলের ফুড এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার চন্দ্রশেখর কুন্ডু জানান, ”আমেরিকার আটলান্টা শহরে বসবাস করেন কর দম্পতি। তাদের পুজোর মণ্ডপ সেজে উঠবে আসানসোলের আদিবাসীদের হাতের তৈরি চালচিত্র ও গহনার ডিসাইনের মধ্য দিয়ে। তাঁদের হাতের তৈরি কাজকে আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন চিত্রশিল্পী সুমিত কুমার গাঙ্গুলি ও চন্দ্রিমা রায় চৌধুরী। কর দম্পতি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত পাশাপাশি তাদের দুই মেয়ে রিমঝিম ও বৃষ্টি কর আমাদের সঙ্গে সামাজিক কাজকর্মে যুক্ত।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শান্তনু কর ও ইন্দ্রানী কর তারা কলকাতার বাঘা যতীনের বাসিন্দা তবে কর্মসূত্রে আমেরিকার আটলান্টা শহরে বসবাস করেন। কর্মব্যস্ততার কারণে প্রত্যেক বছর আসা হয়ে উঠে না ভারতে। তবে তারা ওখানে থেকেও দীর্ঘ কয়েক বছর ধরে আসানসোলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ফুড এডুকেশন অ্যান্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত থাকেন। তাই এবারে তারা দুর্গাপুজোয় গ্রামীণ আদিবাসী মহিলাদের নিয়ে অভিনব ভাবনা ভেবেছেন। দীর্ঘ চার বছর থেকে আমেরিকার আটলান্টা শহরের বাড়িতেই দুর্গাপুজো আয়োজন করে আসছেন তারা। এবারে তাদের পুজোর থিম ‘প্রান্তিক নারীদের জন্য স্বনির্ভরতার অঙ্গীকার’।
advertisement
এই থিমের মাধ্যমে তাঁদের বাড়ির পুজোকে ফুটিয়ে তুলবেন আসানসোলের বিভিন্ন এলাকার আদিবাসীদের নিজেদের হাতে তৈরি দেওয়াল অঙ্কন, মায়ের সাজসজ্জা, চালচিত্র, গহনার নকশা সহ বিভিন্ন জিনিস পত্র দিয়ে। আদিবাসী মহিলাদের হাতের তৈরি এই জিনিসপত্র আমেরিকার আটলান্টা শহরে পাড়ি দেওয়ায় রীতিমতো খুশিতে আত্মহারা মহিলারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 18, 2025 2:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: আমেরিকা কাঁপাবে আসানসোল! পাড়ি দিচ্ছে আদিবাসী মহিলাদের তৈরি জিনিসপত্র, সেজে উঠবে প্রবাসের দুর্গা মণ্ডপ






