পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি? নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তেই যা জানালেন আধিকারিক

Last Updated:

আর মাত্র দিন কয়েক তারপরেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তবে আবার এই দুর্গাপুজোর আগে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া।

কোচবিহারে ডেঙ্গি আক্রান্ত চিন্তা বাড়াচ্ছে এলাকায়
কোচবিহারে ডেঙ্গি আক্রান্ত চিন্তা বাড়াচ্ছে এলাকায়
দিনহাটা, কোচবিহার, শুভঙ্কর সাহা: আর মাত্র দিন কয়েক তারপরেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তবে আবার এই দুর্গাপুজোর আগে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া। রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যা বেড়েছে কোচবিহারেও। আর এবার এই বিষয়টি নিয়েই মুখ খুললেন কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি।
আসলে দিনহাটা বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের বাতাসুরকুঠি গ্রামে খোঁজ মিলল ছয় জন ডেঙ্গু আক্রান্তের। খবর পেয়েই বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আড়ি সহ একটি দল। প্রথমে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত স্বাস্থ্যকর্মী এবং মেডিক্যাল অফিসারের সঙ্গে একটি বৈঠক করেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, অযথা দুশ্চিন্তার কোনও কারণ নেই, এটি সামান্য একটি জ্বরের মতোই।
advertisement
advertisement
এর পাশাপাশি তিনি জানান, “শুধু কোচবিহার নয়, রাজ্যের অন্যান্য জায়গাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে অন্যান্য জেলার থেকে কোচবিহারের অবস্থা অনেক ভাল। কোচবিহারে ডেঙ্গি এখন অনেক কম। ১১১-১১২ জন আক্রান্ত আছেন। আর বামনহাটে দিন কয়েক ধরে বেড়েছে। তবে এটা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই, ভয়ের কোনও কারণ নেই। পুজোর সময় ডেঙ্গি আরও বাড়বে, তবে মানুষকে সচেতন হতে হবে। মানুষ সচেতন না হলে ডেঙ্গি বেড়েই যাবে।”
advertisement
তবে এর পাশাপাশি তিনি সচেতন থাকার বার্তা দিয়ে জানিয়েছেন, জ্বর হলে হাসপাতাল, ডাক্তারের পরামর্শ নিতে হবে। বাড়ির আশেপাশে কোথাও জল জমতে দিলে হবে না। ওষুধ খেতে হবে এবং অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি? নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তেই যা জানালেন আধিকারিক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement