হুইল চেয়ারে বসে NEET জয়, ডাক্তারি পড়ার স্বপ্নপূরণ! পুরুলিয়ার যুবকের অদম্য লড়াই অনুপ্রেরণা দেবে আপনাকেও

Last Updated:

২০১৫ সাল, ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় মোটরবাইক দুর্ঘটনা সব স্বপ্ন কেড়ে নিতে বসেছিল পুরুলিয়ার এক পড়ুয়ার। কেননা ওই বাইক দুর্ঘটনার পর ওই পড়ুয়া প্যারালাইজড হয়ে যায়।

হুইল চেয়ারে বসে ডাক্তারি পরীক্ষায় পাশ পুরুলিয়ার যুবক
হুইল চেয়ারে বসে ডাক্তারি পরীক্ষায় পাশ পুরুলিয়ার যুবক
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মন্ডল: ২০১৫ সাল, ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় মোটরবাইক দুর্ঘটনা সব স্বপ্ন কেড়ে নিতে বসেছিল পুরুলিয়ার এক পড়ুয়ার। কেননা ওই বাইক দুর্ঘটনার পর ওই পড়ুয়া প্যারালাইজড হয়ে যায়। তারপর থেকে তার সঙ্গী কেবলমাত্র হুইল চেয়ার। তবে এমন দুর্ঘটনা সাময়িকভাবে তার স্বপ্ন কেড়ে নিলেও লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি। আর এরপরই অদম্য লড়াই শুরু হয় ওই পড়ুয়ার।
পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের কাঁড়িকেসা গ্রামের চন্দন মাঝি তারপর থেকেই নিজের অদম্য লড়াই শুরু করে প্রতিভা ও মেধার জোরে নিট মেডিক্যাল পাশ করে। তবে এমন একটি পরীক্ষা পাশ করলেও কিন্তু তাকে আবার শারীরিক অক্ষমতার মূল্যায়ন দিতে গিয়ে হয়রানির শিকার হতে হয়।
advertisement
advertisement
পুরুলিয়ার যুবক নিট মেডিক্যাল পাশ করার পর শারীরিক অক্ষমতার মূল্যায়ন দিতে প্রথমে পৌঁছন এসএসকেএম হাসপাতালে। কিন্তু দুর্ভাগ্যবশত এসএসকেএম হাসপাতাল তার আবেদন ফিরিয়ে দেয়। এমন ঘটনার পর তিনি হতাশ হলেও হাল না ছেড়ে সে পৌঁছয় আদালতে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ নির্দেশ দ্বিতীয়বার শারীরিক অক্ষমতা মূল্যায়নের জন্য দিল্লির লেডি হার্ডিঞ্জ হাসপাতাল পাঠানোর। আর সেখানেই পরীক্ষায় পাশ করে ডাক্তারি পড়ার উপযোগী বলে তাকে অনুমতি দেওয়া হয়।
advertisement
যে যুবকের সারা জীবনের সঙ্গী এখন হুইল চেয়ার, সেই যুবক এইভাবে নিজের প্রতিভা মেধা ও অদম্য লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় পৌঁছে স্বাভাবিকভাবেই অনুপ্রেরণা দেয় আজকের যুব সমাজকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হুইল চেয়ারে বসে NEET জয়, ডাক্তারি পড়ার স্বপ্নপূরণ! পুরুলিয়ার যুবকের অদম্য লড়াই অনুপ্রেরণা দেবে আপনাকেও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement