হুইল চেয়ারে বসে NEET জয়, ডাক্তারি পড়ার স্বপ্নপূরণ! পুরুলিয়ার যুবকের অদম্য লড়াই অনুপ্রেরণা দেবে আপনাকেও
- Published by:Madhab Das
- local18
Last Updated:
২০১৫ সাল, ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় মোটরবাইক দুর্ঘটনা সব স্বপ্ন কেড়ে নিতে বসেছিল পুরুলিয়ার এক পড়ুয়ার। কেননা ওই বাইক দুর্ঘটনার পর ওই পড়ুয়া প্যারালাইজড হয়ে যায়।
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মন্ডল: ২০১৫ সাল, ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় মোটরবাইক দুর্ঘটনা সব স্বপ্ন কেড়ে নিতে বসেছিল পুরুলিয়ার এক পড়ুয়ার। কেননা ওই বাইক দুর্ঘটনার পর ওই পড়ুয়া প্যারালাইজড হয়ে যায়। তারপর থেকে তার সঙ্গী কেবলমাত্র হুইল চেয়ার। তবে এমন দুর্ঘটনা সাময়িকভাবে তার স্বপ্ন কেড়ে নিলেও লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি। আর এরপরই অদম্য লড়াই শুরু হয় ওই পড়ুয়ার।
পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের কাঁড়িকেসা গ্রামের চন্দন মাঝি তারপর থেকেই নিজের অদম্য লড়াই শুরু করে প্রতিভা ও মেধার জোরে নিট মেডিক্যাল পাশ করে। তবে এমন একটি পরীক্ষা পাশ করলেও কিন্তু তাকে আবার শারীরিক অক্ষমতার মূল্যায়ন দিতে গিয়ে হয়রানির শিকার হতে হয়।
advertisement
advertisement
পুরুলিয়ার যুবক নিট মেডিক্যাল পাশ করার পর শারীরিক অক্ষমতার মূল্যায়ন দিতে প্রথমে পৌঁছন এসএসকেএম হাসপাতালে। কিন্তু দুর্ভাগ্যবশত এসএসকেএম হাসপাতাল তার আবেদন ফিরিয়ে দেয়। এমন ঘটনার পর তিনি হতাশ হলেও হাল না ছেড়ে সে পৌঁছয় আদালতে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ নির্দেশ দ্বিতীয়বার শারীরিক অক্ষমতা মূল্যায়নের জন্য দিল্লির লেডি হার্ডিঞ্জ হাসপাতাল পাঠানোর। আর সেখানেই পরীক্ষায় পাশ করে ডাক্তারি পড়ার উপযোগী বলে তাকে অনুমতি দেওয়া হয়।
advertisement
যে যুবকের সারা জীবনের সঙ্গী এখন হুইল চেয়ার, সেই যুবক এইভাবে নিজের প্রতিভা মেধা ও অদম্য লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় পৌঁছে স্বাভাবিকভাবেই অনুপ্রেরণা দেয় আজকের যুব সমাজকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 12:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হুইল চেয়ারে বসে NEET জয়, ডাক্তারি পড়ার স্বপ্নপূরণ! পুরুলিয়ার যুবকের অদম্য লড়াই অনুপ্রেরণা দেবে আপনাকেও