অসাবধানতাবশত লরির ছাদের উপরে কাজ করার সময়ে রিঙ্কুর শরীর হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাতে লাভ হল না।
আরও পড়ুনঃ ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি! মুহূর্তের অসতর্কতায় জাতীয় সড়কে পরপর দুটি বীভৎস দুর্ঘটনা, আহত ৬
advertisement
এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা। রিঙ্কুর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
মৃতের দাদা জানিয়েছেন, লরির ছাদে উঠেছিলেন রিঙ্কু। কিন্তু কোনও কিছু বুঝে উঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। তড়িঘড়ি তাকে নামানো হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের রোজগারে পুরুষ ছিলেন রিঙ্কু। আগামী দিনে কীভাবে সংসার চালাবে তা ভেবে কুল পাচ্ছে না পরিবার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রিঙ্কুর অকাল মৃত্যুতে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে। দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।






