অন্যদিকে, গরম থেকে বাঁচতে ঠান্ডা পানীয়, আইসক্রিম থেকে আখের রস খেতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কবে হবে বৃষ্টি, এই পূর্বাভাস শোনার আশায় সবাই তাকিয়ে আছেন আবহাওয়া অফিসের দিকে। যদিও হাওয়া অফিস জানাচ্ছে জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রির আশেপাশেই। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ-সহ মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বিগত পাঁচ দিন ধরে মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা রয়েছে ৪২ডিগ্রির ওপরে। সামনেই ঈদ উল ফিতর উৎসব। তাপপ্রবাহের জেরে সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় মার খাচ্ছে ঈদের বাজারও। সূর্য না ডুবলে কেনাকাটায় বের হতে পারছেন না মানুষ। জেলাবাসীর এখন একটাই প্রত্যাশা, কবে নামবে বৃষ্টি,কবে মিলবে স্বস্তি।
advertisement
আরও পড়ুন: পুজোয় উপস্থিত থাকলে ৫ হাজার টাকা জরিমানা! পুজোর ভোগ নিয়ে বিক্ষোভ, হুলস্থুল পটাশপুর
অন্যদিকে, সকাল থেকেই কলকাতা শহরের আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টি কী হবে আজ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে গরমে হাঁসফাঁস শহরবাসীর মনের কোণে। আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে বাংলার আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে, সারাদিন মেঘলা আকাশ বজায় থাকবে আজ। সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার থেকেই কলকাতায় শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টি। ভ্যাপসা, অস্বস্তিকর রকমের জ্বালা ধরানো গরমে ইতিমধ্যেই নাভিশ্বাস উঠেছে শহরবাসীর।
Koushik Adhikary