Python Captured: হঠাৎ বাড়ির পাশে কী যেন নড়ছে... দেখেই চক্ষু চড়কগাছ! লম্বায় ১১ ফুট! ওজন কত তার? শুনলে চমকে যাবেন
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Python recovered: আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অজগর দেখতে ভিড়ও করেন অনেকেই। তারপরই খবর দেওয়া হয় রাজনগর বন দফতরকে।
advertisement
advertisement
advertisement
advertisement
স্থানীয় এক বাসিন্দা বলেন, " হঠাৎ করেই বাড়ির পাশে নজরে আসে একটি বিরাট আকারের সাপ। তারপরই লোক জানাজানি হতেই অনেকে ভিড় করে সাপটি দেখতে। তবে জানা যায় অন্য কোনও সাপ নয়, এ জাত অজগর। তারপর বেশ ভয় পায় আমরা। খবর দেওয়া হয় রাজনগরের বন দফতরে। তারা এসে এই বিরাট আকারের অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। তবে মনে হয় খাবারের খোঁজেই পাশের জঙ্গল থেকে এলাকায় ঢুকে পরে সাপটি।"
advertisement
বনকর্মী সনাতন মাহাতো জানান, "পাহারিগোড়া গ্রামে এই অজগর সাপটিকে এক ব্যক্তি দেখতে পান । তারপরই তিনি আমাদের খবর দেন। আমরা খবর পেতেই সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছই ও বাড়ির পাশ থেকে সাপটিকে উদ্ধার করি। সাপটি ১১ ফুট লম্বা। সাপটির ওজন ২১ কেজি। উদ্ধার করার পর এই অজগরটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হবে।"
