রাজনগরের পাহাড়িগোড়া গ্রামে এক ব্যক্তি তার বাড়ির পাশেই এই বিশাল আকারের অজগরটিকে দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে এই অজগর দেখতে ভিড়ও করেন অনেকেই। তারপরই খবর দেওয়া হয় রাজনগর বন দফতরকে। রাজনগর বন দফতরের কর্মীরা সহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছন এবং অজগরটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। প্রতিবেদন : সুপ্রতীম দাস প্রতীকী ছবি।
রাজনগরের পাহাড়িগোড়া গ্রামে এক ব্যক্তি তার বাড়ির পাশেই এই বিশাল আকারের অজগরটিকে দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে এই অজগর দেখতে ভিড়ও করেন অনেকেই। তারপরই খবর দেওয়া হয় রাজনগর বন দফতরকে। রাজনগর বন দফতরের কর্মীরা সহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছন এবং অজগরটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। প্রতীকী ছবি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, " হঠাৎ করেই বাড়ির পাশে নজরে আসে একটি বিরাট আকারের সাপ। তারপরই লোক জানাজানি হতেই অনেকে ভিড় করে সাপটি দেখতে। তবে জানা যায় অন্য কোনও সাপ নয়, এ জাত অজগর। তারপর বেশ ভয় পায় আমরা। খবর দেওয়া হয় রাজনগরের বন দফতরে। তারা এসে এই বিরাট আকারের অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। তবে মনে হয় খাবারের খোঁজেই পাশের জঙ্গল থেকে এলাকায় ঢুকে পরে সাপটি।" প্রতীকী ছবি।
বনকর্মী সনাতন মাহাতো জানান, "পাহারিগোড়া গ্রামে এই অজগর সাপটিকে এক ব্যক্তি দেখতে পান । তারপরই তিনি আমাদের খবর দেন। আমরা খবর পেতেই সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছই ও বাড়ির পাশ থেকে সাপটিকে উদ্ধার করি। সাপটি ১১ ফুট লম্বা। সাপটির ওজন ২১ কেজি। উদ্ধার করার পর এই অজগরটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হবে।" প্রতিবেদন : সুপ্রতীম দাস প্রতীকী ছবি।