গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মুর্শিদাবাদের সাগর পাড়া থানার অন্তর্গত চারা বটতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালানোর সময় এক যুবককে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তখনই তাকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের তল্লাশি চালানোর সময় ওই যুবকের থেকে ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ পাওয়া যায়। আর তারপরই পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম সাইফ সরকার। তিনি সাগর পাড়া থানা এলাকার বাসিন্দা।
advertisement
যদিও ঠিক কী কারণে ওই যুবক সীমান্তবর্তী এলাকায় এত সংখ্যক নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন তা জানা যায়নি। পুলিশ ধৃতকে সোমবার আদালতে পেশ করে।
আরও পড়ুন: ধান-আলুর বদলে গাঁদা ফুলে সুদিন! হাতে আসছে অনেক টাকা, মুখে হাসি বর্ধমানের চাষিদের
নিষিদ্ধ এই কাফ সিরাপ বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যেই ওই যুবক সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করছিলেন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত এবং এর সঙ্গে আন্তর্জাতিক কোনও পাচার চক্র জড়িয়ে রয়েছে কিনা।
