মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত শেখপাড়ায় শনিবার রাতে আচমকা হানা দেয় পুলিশ। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল ওই এলাকায় বেআইনি কারবারের বিষয়ে। সেই মতো পুলিশ সেখানে হানা দিতেই এক যুবককে দেখতে পায়, যিনি সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করছিলেন।
আরও পড়ুন: লোভে পাপ, পাপে…! টোটো কিনতে সন্তান বিক্রি? ফের একই চাল চালতেই যা হল দম্পতির
advertisement
মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ সন্দেহভাজন ওই যুবককে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে, আর তখনই যুবকের কাছ থেকে উদ্ধার করা হয় ২০৬ বোতল ফেনসিডিল। ফেনসিডিল হল কাফ সিরাপ, যা ডাক্তারি পরামর্শ ছাড়াও অনেকেই নেশার জন্য ব্যবহার করে থাকেন। যে কারণে এর চাহিদা অনেক এবং এগুলি বেআইনিভাবে পাচার করা হয় মোটা টাকা লাভের জন্য।
আরও পড়ুন: রাজ্য সড়কে মুখোমুখি ২ পিকআপ ভ্যান! ভয়ঙ্কর দুর্ঘটনা, কী হল শেষমেশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় যে যুবককে গ্রেফতার করা হয়েছে তার নাম সঞ্জীব কুণ্ডু। তিনি রাণীনগর থানা এলাকার বাসিন্দা। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার পর রবিবার পুলিশের তরফে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর আদালতে তোলা হয়। পুলিশ খতিয়ে দেখছে, কোথায় থেকে এই বিপুল পরিমাণ ফেনসিডিল আনা হয়েছে এবং সেগুলি কোথায় পাচার করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। ওই যুবক ছাড়াও এই ঘটনায় আর কে কে জড়িত তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।
