আহত দুই সন্তানের মা শ্রাবণী সাহার অভিযোগ, “বাড়ির সামনে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে প্রতিবাদ করে আমার স্বামী গৌতম সাহা। সেই বিষয় ঘিরে রবিবার রাতে আমার দেওর মিঠুন সাহার পরিবারের সঙ্গে চরম অশান্তি শুরু হয়। পরবর্তীতে মিঠুন মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র হাতে তাঁর দুই শ্যালক ও শ্বশুরকে সঙ্গে নিয়ে আমার মানসিকভাবে অসুস্থ স্বামীকে মারতে উদ্যত হলে আমার দুই সন্তান বাবাকে বাঁচাতে এগিয়ে যায়।”
advertisement
আরও পড়ুনঃ লক্ষ লক্ষ টাকার বিশেষ আতশবাজি প্রদর্শনী কান্দিতে! আলোয় আলোকিত নদীর ঘাট, জমেছে বিপুল ভিড়, কেন জানেন?
শ্রাবণীদেবী বলেন, “সেই সময়ই আমার দুই সন্তানের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারে মিঠুন। তাঁর অস্ত্রের আঘাতে আহত হয় আমার অপর দেওরের স্ত্রীও। আমাদের পরিবারের সবাইকে বেধড়ক মারধর করা হয়। আমার দুই সন্তানকে উদ্ধার করে জঙ্গিপুর মহাকুমা হাসপাতাল নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের একাধিক ব্যক্তি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মিঠুন সাহার পরিবার অবশ্য পুরো ঘটনা অস্বীকার করেছেন। তাঁদের অভিযোগ, তাঁদের পরিবারেরও একাধিক ব্যক্তিকে মারধর করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দুই পরিবারের পক্ষ থেকেই রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।






