Firework: লক্ষ লক্ষ টাকার বিশেষ আতশবাজি প্রদর্শনী কান্দিতে! আলোয় আলোকিত নদীর ঘাট, জমেছে বিপুল ভিড়, কেন জানেন?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Fireworks Show: কালীপুজো উপলক্ষে কান্দি শহরের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে চলে উৎসব। আলোর উৎসবে মেতে ওঠেন আট থেকে আশি সব বয়সের মানুষ। থাকে নরণারায়ণ সেবা। লক্ষ লক্ষ টাকার গ্রীন কার্ড আতশবাজি প্রদর্শনী করা হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে কালীপুজো উপলক্ষে নদীর ঘাটে আতশবাজি প্রদর্শনী করা হল। বেশ কয়েক বছর পর এবছর আতশবাজী প্রদর্শনী করা হয়। যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। প্রায় লক্ষাধিক টাকা মূল্যর গ্রীন কার্ড আতশবাজি প্রদর্শনী করা হল কান্দিতে।
জানা গিয়েছে, রঙবেরঙের আতশবাজির ঝলকানি প্রত্যক্ষ করতে সেখানে এসেছিলেন সাধারণ মানুষজন। প্রতি বছর কালীপুজো উপলক্ষে এই আতশবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছরও তার কোন ব্যাতিক্রম হয়নি। প্রায় কয়েক বছর ধরে চলে আসছে এই উৎসব। ফুলঝুরি, রাশিয়ান স্টার, ফুলতাল, মালা-সহ একাধিক আতশবাজির প্রদর্শিত হয় সেখানে। গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে দু’বছর এই আতশবাজি প্রদর্শনী হয়নি। তবে আতশবাজী প্রদর্শনী দেখতে মানুষের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
advertisement
আরও পড়ুনঃ আবর্জনা দিয়েই অনবদ্য আবিষ্কার! বিদ্যুৎ কিংবা ব্যাটারি ছাড়াই জ্বলছে লাইট, চন্দ্রকোনার যুবকের হাতে ‘নতুন আলো’র দিশা
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসেন। এই আতশবাজির প্রদর্শনীতে কোনও শব্দ বাজি ব্যবহার করা হয় না। ফলে আট থেকে আশি সকলেই এই আতশবাজির প্রদর্শনী দেখতে আসেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কালীপুজো উপলক্ষে কান্দি শহরের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে চলে উৎসব। আলোর উৎসবে মেতে ওঠেন আট থেকে আশি সব বয়সের মানুষ। থাকে নরণারায়ণ সেবা। ২০২০ সালে কোভিড মহামারি পরিস্থিতির পর বন্ধ ছিল আতশবাজি প্রদর্শনী। এবছর ভাতৃ দ্বিতীয়া হোক বা কালীপুজো বাঙালি যে উৎসব মুখর তা বলার অবকাশ রাখে না। দীর্ঘ কয়েক বছর পর আতশবাজি প্রদর্শনী দেখে বেশ খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষজন। তবে বায়ুদুষন রুখতে গ্রীন কার্ড আতশবাজি প্রদর্শনী করা হয়েছিল বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
October 27, 2025 2:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Firework: লক্ষ লক্ষ টাকার বিশেষ আতশবাজি প্রদর্শনী কান্দিতে! আলোয় আলোকিত নদীর ঘাট, জমেছে বিপুল ভিড়, কেন জানেন?
