New Invention: আবর্জনা দিয়েই অনবদ্য আবিষ্কার! বিদ্যুৎ কিংবা ব্যাটারি ছাড়াই জ্বলছে লাইট, চন্দ্রকোনার যুবকের হাতে 'নতুন আলো'র দিশা

Last Updated:

New Invention: বিদ্যুৎ কিংবা ব্যাটারি ছাড়াই জ্বলছে লাইট। হ্যাঁ ঠিকই শুনছেন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাসিন্দা নাজমুল খাঁর অনবদ্য আবিষ্কার। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে নিজের হাতে তৈরি করছেন পরিবেশবান্ধব লাইট। যুবকের এই সৃষ্টিশীল কাজের চাহিদা বাড়ছে এবং মানুষজন এর দ্বারা উপকৃতও হচ্ছেন।

+
বিদ্যুৎ

বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই ফেলে দেওয়া জিনিস দিয়ে লাইট আবিষ্কার চন্দ্রকোনার যুবকের

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: কথায় বলে প্রতিভা কখনও চাপা থাকে না। আর বই থেকে শিক্ষা লাভ করার পর হাতে কলমে যে কাজ ফুটে ওঠে সেটাই আসল শিক্ষার বহিঃপ্রকাশ।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার যুবক নাজমুল খাঁ ঠিক ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করছেন লাইট। এই লাইট বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই জ্বলে, যা মানুষের জন্য খুবই উপকারি। নাজমুল খাঁর এই সৃষ্টিশীল কাজের চাহিদা বাড়ছে এবং মানুষজন এর দ্বারা উপকৃতও হচ্ছেন। ব্যবহৃত জিনিস বা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে লাইট। শুধু লাইট নয় হাতের তৈরি নানান সরঞ্জাম তৈরি হচ্ছে চন্দ্রকোনায়।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাসিন্দা নাজমুল খাঁ ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে নিজের হাতে তৈরি করছেন লাইট। বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই সেই লাইট জ্বলছে। ফলে উপকৃত হচ্ছে মানুষজন। চাহিদা বাড়ছে এই লাইটের। ছোট থেকেই তাঁর নেশা ছিল ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু তৈরি করার। অবশেষে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে লাইট তৈরি করে তাক লাগাচ্ছেন চন্দ্রকোনার এই যুবক।
advertisement
আরও পড়ুনঃ কালী মন্দিরের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী, কীভাবে আগুন লাগল? তদন্তে পুলিশ ও দমকল
নাজমুল খাঁ ছোট থেকেই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু তৈরি করার আগ্রহ দেখিয়েছেন। তিনি তার এই আগ্রহকে কাজে লাগিয়ে এখন ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে লাইট তৈরি করছেন। এই লাইট শুধু একটি আলোর উৎস নয়, বরং এটি পরিবেশবান্ধবও।
advertisement
advertisement
নাজমুলের তৈরি লাইটের কিছু বৈশিষ্ট্য হল, এটি বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই জ্বলে। এই লাইট ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক সেই সঙ্গে পরিবেশবান্ধব। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি এই লাইট পরিবেশবান্ধব, কারণ এটি পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলে না। অন‍্যদিকে, এটি সৃষ্টিশীল কাজ। নাজমুল খাঁর এই সৃষ্টিশীল কাজ মানুষকে অনুপ্রাণিত করে এবং তাদের মধ্যে সৃষ্টিশীলতার বিকাশ ঘটায়। যুবকের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এলাকাবাসী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার কাজের দ্বারা মানুষ উপকৃত হচ্ছেন। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি লাইট একটি ভাল বিকল্প আলোর উৎস হতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে বিদ্যুতের সমস্যা রয়েছে এখনও। কিংবা বন‍্যার সময়ও দুর্দান্ত ফলপ্রসূ হতে পারে এই আলো।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Invention: আবর্জনা দিয়েই অনবদ্য আবিষ্কার! বিদ্যুৎ কিংবা ব্যাটারি ছাড়াই জ্বলছে লাইট, চন্দ্রকোনার যুবকের হাতে 'নতুন আলো'র দিশা
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement