জানা যাচ্ছে, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কানুপুর এলাকার বাসিন্দা উনজেলা বিবি নামে এক গৃহবধূ তাঁর ছেলেকে দেখতে টোটোয় চেপে আবাসিক স্কুলে যাচ্ছিলেন। সেই সময় অসাবধানবশত তিনি ব্যাগটি টোটোতেই ফেলে রেখে স্কুলে ঢুকে পড়েন। পরে বুঝতে পারেন তাঁর কাছে ব্যাগ ও মোবাইল নেই।
advertisement
এরপর বহু চেষ্টা করেও টোটো চালকের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি। শেষমেশ তিনি রঘুনাথগঞ্জ দাদাঠাকুর মোড় ট্রাফিক অফিসে পৌঁছে পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে ট্রাফিক আধিকারিকরা তৎপর হয়ে ওঠেন। দ্রুত খোঁজ শুরু করে তাঁরা টোটো চালকের সন্ধান পান এবং যোগাযোগ করেন। সেই টোটো চালক নিজেই ট্রাফিক অফিসে এসে ব্যাগ ও মোবাইল হস্তান্তর করেন। পুলিশ তা যাচাই করে প্রকৃত মালিক উনজেলা বিবির হাতে তুলে দেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজের হারানো জিনিস ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ওই গৃহবধূ। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশের জন্যই আজ আমার মানিব্যাগ ও মোবাইল ফিরে পেয়েছি। সত্যিই তাঁরা জনসেবার প্রকৃত উদাহরণ।” স্থানীয় মহলেও এই ঘটনার প্রশংসা পেয়েছে। মানুষের প্রতি পুলিশের দায়িত্ববোধ ও টোটো চালকের সততার এমন দৃষ্টান্তে গর্বিত রঘুনাথগঞ্জবাসী।