জানা গিয়েছে, কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র ‘ল’ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃনা মজুমদার, শুক্রবার দুপুরে কলেজে এসেছিল পরীক্ষার ফর্ম পূরণ করতে। সেই সময় বসে থাকাকালীন তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রীরা তারা এসে মারধর করে। অভিযোগ, সোমা শীল-সহ তার একজন বন্ধু মারধর করেছেন।
advertisement
আক্রান্ত তৃণার অভিযোগ, কান্দির রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ ল-তে ব়্যাগিং করা হয়। বেশ কিছুদিন ধরেই এই ঘটনা ঘটছে। আজকেও তার প্রতিবাদ করা হয়। আর সেই কারণেই কলেজের মধ্যেই মারধর করা হয়েছে। কলেজের কে দখল নেবে সেই নিয়েই মারধর করা হয়।
যদিও সোমা শীলের পাল্টা অভিযোগ, টিফিন করতে যাওয়ার সময় আমাকে গালিগালাজ করা হয় এবং তার প্রতিবাদ করলে বিনা কারণে মারধর করা হয়। আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে যান কলেজের ভারপ্রাক্ত অধ্যক্ষ সুচিস্মাতা নাগ। তিনি জানান, আমরা ঘটনার কথা শুনেছি। এই ধরনের ঘটনা কলেজে ঘটে থাকলে সেটা অবাঞ্ছানীয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা চাইব পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে।
কৌশিক অধিকারী