Murshidabad News: জাফরাবাদ কাণ্ডে সাজা ঘোষণা! ১৩ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

Last Updated:

Murshidabad News: জাফরাবাদের বাবা ও ছেলে খুনকাণ্ডে ১৩ জনকে দোষী সাব্যস্ত করার পর সবাইকৈ জঙ্গিপুর মহকুমা আদালত। সোমবার দোষী সাব্যস্ত করার পর মঙ্গলবার হল রায় দান।

জঙ্গিপুর মহকুমা আদালতে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হল ১৩ জনকে
জঙ্গিপুর মহকুমা আদালতে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হল ১৩ জনকে
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: জাফরাবাদের বাবা ও ছেলে খুনকাণ্ডে ১৩ জনকে দোষী সাব্যস্ত করার পর সবাইকৈ জঙ্গিপুর মহকুমা আদালত। সোমবার দোষী সাব্যস্ত করার পর মঙ্গলবার হল রায় দান। মঙ্গলবার সকাল থেকেই সকলের নজর ছিল জঙ্গিপুর মহকুমা আদালতের দিকে। কারণ এপ্রিল মাসের ঘটনার পরে ডিসেম্বরে মধ্যে স্বাক্ষ্য গ্রহণ শেষ করেই দ্রুত বিচার প্রক্রিয়া। মঙ্গলবার দুপুর ২টো থেকে জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক দুই পক্ষের শুনানি শুনলেন আড়াই ঘন্টা ধরে। ঘড়ির কাঁটাতে ঠিক ৫টা হতেই রায়দান দিলেন বিচারক অমিতাভ মুখার্জি।
হযরত শেখ ওরফে হযরত আলী, দিলদার নদাব, আসমাউল নদাব ওরফে কালু নদাব, ইনজামুল হক জিয়াউল হক, ফেকারুল শেখ, আজফারুল শেখ ওরফে বিলাই, মনিরুল শেখ, ইকবাল শেখ, সাবা করিম, নুরুল ইসলাম, ইউসুফ শেখ ওরফে শেখ ইসুব, আকবর আলি ওরফে আকবর শেখ সবাইকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়।
advertisement
advertisement
ওয়াকফ বিল সংশোধনীর প্রতিবাদে গর্জে উঠেছিল মুর্শিদাবাদ। চলতি বছরের ১২ এপ্রিল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামে নৃশংসভাবে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে। ওয়াকফ আইন সংশোধনী নিয়ে বিক্ষোভ চলাকালীন এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, পূর্বপরিকল্পিতভাবে তাঁদের উপর হামলা চালিয়ে প্রাণ কেড়ে নেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মামলায় দীর্ঘদিন ধরে জঙ্গিপুর আদালতে শুনানি চলে। একাধিক সাক্ষী, ফরেনসিক রিপোর্ট, পুলিশি তদন্ত রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায়। বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষ্য উঠে আসে, যা মামলার মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করা হচ্ছে। পুলিশের তদন্তে উঠে আসে যে, অভিযুক্তরা বাড়ির দরজা ভেঙে বাবা-ছেলেকে টেনে বের করে রাস্তায় কুপিয়ে হত্যা করে। চার্জশিটে ৯৮৩ পৃষ্ঠার বিস্তারিত বিবরণে এই নৃশংসতার ছবি ফুটে ওঠে। রাজ্য পুলিশের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়, যাদের সকলকেই গ্রেফতার করা হয়েছিল। মোট ৩৮ জনের স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দীর্ঘ শুনানির পর জঙ্গিপুর আদালতে দোষী সাব্যস্তের পর মঙ্গলবার সাজা ঘোষণা করা হয় ওই ১৩ জনকে। এদিন রায় ঘোষণার দিন থাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল জঙ্গিপুর আদালত চত্বরে। কড়া পুলিশি নিরাপত্তায় ধৃতদের নিয়ে আসা হয় আদালতে। ধৃতদের সাজা ঘোষণা করেন বিচারক অমিতাভ মুখার্জি। কান্নায় ভেঙে পড়েন দোষীদের পরিবারের সদস্যরা। অন্যদিকে রায় দান মিলতেই খুশি প্রকাশ করেছেন চন্দন দাস ও হরগোবিন্দ দাসের পরিবারের সদস্যদের মধ্যে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: জাফরাবাদ কাণ্ডে সাজা ঘোষণা! ১৩ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement