Nadia Tourism: কলকাতা থেকে নামমাত্র দূরত্বে রয়েছে জনপ্রিয় অভয়ারণ্য! ঘুরতে যাওয়ার মনোরম স্পট, ঘোরার খরচও সাধ্যের মধ্যে

Last Updated:
Nadia Tourism: শহুরে ব্যস্ততা আর কোলাহল থেকে কিছুটা স্বস্তি পেতে পরিবার ও বন্ধুদের নিয়ে বহু মানুষ ছুটে আসছেন এই সবুজ অরণ্যের কোলে। বছরের এই সময়ে আবহাওয়া মনোরম থাকায় ভিড় আরও বেড়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
1/6
বছরের শেষ লগ্ন ও নতুন বছরের শুরুতে পর্যটকদের ঢল নামছে নদিয়ার অন্যতম জনপ্রিয় প্রকৃতি ও বন্যপ্রাণী কেন্দ্র বেথুয়াডহরি অভয়ারণ্য-এ। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বছরের শেষ লগ্ন ও নতুন বছরের শুরুতে পর্যটকদের ঢল নামছে নদিয়ার অন্যতম জনপ্রিয় প্রকৃতি ও বন্যপ্রাণী কেন্দ্র বেথুয়াডহরি অভয়ারণ্য-এ। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
শহুরে ব্যস্ততা আর কোলাহল থেকে কিছুটা স্বস্তি পেতে পরিবার ও বন্ধুদের নিয়ে বহু মানুষ ছুটে আসছেন এই সবুজ অরণ্যের কোলে। বছরের এই সময়ে আবহাওয়া মনোরম থাকায় বেথুয়াডহরিতে ভিড় আরও বেড়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
শহুরে ব্যস্ততা আর কোলাহল থেকে কিছুটা স্বস্তি পেতে পরিবার ও বন্ধুদের নিয়ে বহু মানুষ ছুটে আসছেন এই সবুজ অরণ্যের কোলে। বছরের এই সময়ে আবহাওয়া মনোরম থাকায় বেথুয়াডহরিতে ভিড় আরও বেড়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
advertisement
3/6
বিস্তীর্ণ সবুজে ঘেরা এই অভয়ারণ্য চিতল হরিণের জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়াও এখানে দেখা মেলে সাধারণ ল্যাঙ্গুর, বেঙ্গল ফক্স, শিয়াল, শজারু ও জঙ্গল বিড়ালের মতো নানা প্রাণীর।
বিস্তীর্ণ সবুজে ঘেরা এই অভয়ারণ্য চিতল হরিণের জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়াও এখানে দেখা মেলে সাধারণ ল্যাঙ্গুর, বেঙ্গল ফক্স, শিয়াল, শজারু ও জঙ্গল বিড়ালের মতো নানা প্রাণীর।
advertisement
4/6
পাখিপ্রেমীদের কাছেও বেথুয়াডহরি এক আকর্ষণীয় স্থান। প্যারাকিট, কোকিল, বারবেট-সহ বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে মুখর থাকে বনাঞ্চল। শাল, সেগুন, মেহগনি, পিয়াল, তমাল, অর্জুন ও নাগকেশর গাছে ভরা এই অরণ্য পর্যটকদের মন কেড়ে নেয় অনায়াসেই।
পাখিপ্রেমীদের কাছেও বেথুয়াডহরি এক আকর্ষণীয় স্থান। প্যারাকিট, কোকিল, বারবেট-সহ বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে মুখর থাকে বনাঞ্চল। শাল, সেগুন, মেহগনি, পিয়াল, তমাল, অর্জুন ও নাগকেশর গাছে ভরা এই অরণ্য পর্যটকদের মন কেড়ে নেয় অনায়াসেই।
advertisement
5/6
রেলপথে শিয়ালদহ থেকে লালগোলাগামী ট্রেনে করে পৌঁছে যান বেথুয়াডহরি। এছাড়াও এসপ্ল্যানেড থেকে বাসে করে সরাসরি যাওয়া যায়। আর গাড়িতে হলে এন.এইচ ১২ হয়ে কৃষ্ণনগর হয়ে পৌঁছে যান বেথুয়াডহরি অভয়ারণ্য।
রেলপথে শিয়ালদহ থেকে লালগোলাগামী ট্রেনে করে পৌঁছে যান বেথুয়াডহরি। এছাড়াও এসপ্ল্যানেড থেকে বাসে করে সরাসরি যাওয়া যায়। আর গাড়িতে হলে এন.এইচ ১২ হয়ে কৃষ্ণনগর হয়ে পৌঁছে যান বেথুয়াডহরি অভয়ারণ্য।
advertisement
6/6
পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার বাদে সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অভয়ারণ্য খোলা থাকে। কম খরচে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ থাকায় মধ্যবিত্ত পরিবার ও তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার বাদে সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অভয়ারণ্য খোলা থাকে। কম খরচে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ থাকায় মধ্যবিত্ত পরিবার ও তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement