আবাসিকদের অভিযোগ, সারাদিনে একবারও মিলছে না জল। আগে দিনে দু’বার করে জল আসত। আর এখন তিনদিন পর একবার জল দেওয়া হচ্ছে। জলের অভাবে রান্নাবান্না, বাসন ধোয়া, কাপড় কাচা সমস্ত কিছুই প্রভাবিত হচ্ছে।
advertisement
পানীয় জলের সমস্যার কারণে বিক্ষোভের পথে নামলেন আবাসিকরা। তাদের দাবি, দীর্ঘ প্রায় ১৫ থেকে ২০ দিন ধরে অনিয়মিত জল পরিষেবা চালাচ্ছে ইসিএল (ECL)। সমাধানের জন্য বারংবার ইসিএল আধিকারিকদের দ্বারস্থ হচ্ছেন আবাসিকরা। আশ্বাসের পর আশ্বাস দিয়ে যাচ্ছেন আধিকারিক। কিন্তু কার্যকর হচ্ছে না কিছুই।
আরও পড়ুনঃ শহরের হোটেল, রেস্তোরাঁয় নেই নিরাপত্তার বালাই! অভিযানে গিয়ে রেগে লাল আধিকারিকরা, ধরালেন নোটিস
তাই যতক্ষণ না আবাসিকদের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান করা হচ্ছে বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান আবাসিক মহিলারা। ইসিএল-এর নিরাপত্তারক্ষীর পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয় এদিনও। কিন্তু সেই আশ্বাস মানতে নারাজ আবাসিক মহিলারা।
ইসিএল-এর সিকিউরিটি অফিসার ইমতিয়াজ খান জানান, খুব শিগগিরই জলের সমস্যার সমাধান হবে।
