সারা বছর উৎসব অনুষ্ঠানে মাটির জিনিসপত্রের প্রয়োজন হয়। তবে আধুনিকতার ছোঁয়ায় মানুষের জীবনযাপনে মাটির জিনিসের পরিবর্তে নানা জিনিসের ব্যবহার বেড়েছে, তাতেই সমস্যা বাড়ে কোমর পরিবারে। সেই দিক থেকে প্লাস্টিক বা অন্যান্য সামগ্রীর টব বেশি চল দেখা দিয়েছিল কয়েক বছর। তারপর আরও করুণ অবস্থা হয়ে পড়ে মৃৎশিল্পে।
আরও পড়ুন: দার্জিলিংয়ে দুর্গাপুজোয় আলাদা মাত্রা এনে দিলেন ‘ওঁরা’! ‘আগে কখনও দেখেনি’ বলছেন সবাই
advertisement
কিন্তু এবার সবকিছুকে পিছনে ফেলে বাজার দখল করেছে মাটির টব। ৪, ৬, ৮, ১০, ১২ ইঞ্চির টবের চাহিদা তুঙ্গে। এক কথায় এই শীতের মরশুমে দম ফেলার সময় নেই মৃৎশিল্পীদের। হাওড়ার বাগান্ডায় তৈরি টব-সহ মাটির বিভিন্ন জিনিস দারুণ চাহিদা। গ্রাম থেকে মিটির তৈরি জিনিস চলে যাচ্ছে দূর-দূরান্তে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার শীতের মরশুমের আগে থেকেই টবের ব্যাপক চাহিদা, জানাচ্ছেন স্থানীয় কারিগর ও ব্যবসায়ী। সাধারণ টবের পাশাপাশি বাহারি টবের চাহিদা বেড়েছে। ফলে গত কয়েক বছর আগে যে অসহায়তার সম্মুখীন হতে হয়েছিল মৃৎ শিল্পীদের সেই অবস্থা থেকে দারুণ পরিবর্তন। জিনিসের চাহিদা বেড়ে উপার্জন মন্দ নয়। এবার শীতের বাজার থেকেই হেসে খেলে দিন কাটছে বাগান্ডার শতাধিক কুমোর বাড়িতে।





