Howrah News: আচমকা সুদিন কুম্ভকারদের জীবনে! হু হু করে বাড়ল এইসব টবের চাহিদা, লাভও হচ্ছে ভালই
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Howrah News: দারুণ চাহিদা মাটির টবের, দম ফেলার সময় নেই কারিগরের! মাটির জিনিসের চাহিদা বেশি হতেই খুশি বাগান্ডার শতাধিক কুমোর পরিবারে। হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে কুমোর বা মৃৎশিল্পী রয়েছে।
হাওড়া, রাকেশ মাইতি: দারুণ চাহিদা মাটির টবের, দম ফেলার সময় নেই কারিগরের! মাটির জিনিসের চাহিদা বেশি হতেই খুশি বাগান্ডার শতাধিক কুমোর পরিবারে। হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে কুমোর বা মৃৎশিল্পী রয়েছে। বর্তমান সময়ে মাটির জিনিসের চাহিদা কমে যাওয়ায় অসহায় ভাবে দিন কাটাচ্ছেন শিল্পীরা। গত কয়েক বছরে ক্রমশ বাজার মন্দা হয়ে পড়ে। সেই প্রবণতা বদল এবার। মুখ থুবড়ে পড়া শিল্পে আশার আলো জোগাচ্ছে মাটির টব।
সারা বছর উৎসব অনুষ্ঠানে মাটির জিনিসপত্রের প্রয়োজন হয়। তবে আধুনিকতার ছোঁয়ায় মানুষের জীবনযাপনে মাটির জিনিসের পরিবর্তে নানা জিনিসের ব্যবহার বেড়েছে, তাতেই সমস্যা বাড়ে কোমর পরিবারে। সেই দিক থেকে প্লাস্টিক বা অন্যান্য সামগ্রীর টব বেশি চল দেখা দিয়েছিল কয়েক বছর। তারপর আরও করুণ অবস্থা হয়ে পড়ে মৃৎশিল্পে।
advertisement
advertisement
কিন্তু এবার সবকিছুকে পিছনে ফেলে বাজার দখল করেছে মাটির টব। ৪, ৬, ৮, ১০, ১২ ইঞ্চির টবের চাহিদা তুঙ্গে। এক কথায় এই শীতের মরশুমে দম ফেলার সময় নেই মৃৎশিল্পীদের। হাওড়ার বাগান্ডায় তৈরি টব-সহ মাটির বিভিন্ন জিনিস দারুণ চাহিদা। গ্রাম থেকে মিটির তৈরি জিনিস চলে যাচ্ছে দূর-দূরান্তে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এবার শীতের মরশুমের আগে থেকেই টবের ব্যাপক চাহিদা, জানাচ্ছেন স্থানীয় কারিগর ও ব্যবসায়ী। সাধারণ টবের পাশাপাশি বাহারি টবের চাহিদা বেড়েছে। ফলে গত কয়েক বছর আগে যে অসহায়তার সম্মুখীন হতে হয়েছিল মৃৎ শিল্পীদের সেই অবস্থা থেকে দারুণ পরিবর্তন। জিনিসের চাহিদা বেড়ে উপার্জন মন্দ নয়। এবার শীতের বাজার থেকেই হেসে খেলে দিন কাটছে বাগান্ডার শতাধিক কুমোর বাড়িতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Dec 23, 2025 7:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: আচমকা সুদিন কুম্ভকারদের জীবনে! হু হু করে বাড়ল এইসব টবের চাহিদা, লাভও হচ্ছে ভালই









