মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ বাড়িটি ফ্রিজ করে দিল। যাতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়িটি কারোর নামে হস্তান্তর অথবা বিক্রয় কিছুই না হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমকলের আলিনগর এলাকার আব্দুস রাজ্জাক মোল্লা মাদক মামলায় অভিযুক্ত। এই ঘটনার তদন্তে আদালত ভেবেছেন বাড়িটি তৈরি হয়েছে মাদক ব্যাবসার টাকায়। তাই আদালত পুলিশকে বাড়িটি ফ্রিজ করার নির্দেশ দেন।
advertisement
সেই মতো শনিবার ডোমকল থানার আইসি-সহ আলিনগর গ্রামে আসেন পুলিশের দল। রাজ্জাক মোল্লার স্ত্রীকে সামনে নিয়েই ফ্রিজ করা হয় বাড়ি। জানিয়ে দেন ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদার। পুলিশ জানিয়েছে, বাড়ির বর্তমান বাজার মূল্য ৭৩ লক্ষ টাকা। এছাড়াও রানীনগর ও জলঙ্গীতে অন্যজনের বাড়ি ফ্রিজ করা হচ্ছে।
যদিও সাংবাদিকদের সামনে প্রথমে কিছু বলতে চাননি ফ্রিজ হয়ে যাওয়া বাড়ির বধূ। যদিও পরে তিনি দাবি করেন তার স্বামীকে ফাঁসানো হয়েছে। গ্রামের বাসিন্দাদের দাবি, বাড়ি তৈরি করা হয়েছে বেআইনিভাবেই। পুলিশ এতদিনে সঠিক কাজ করল। এলাকায় যুব সমাজ নেশার হাত থেকে রক্ষা পাবেন।
কৌশিক অধিকারী