TRENDING:

Murshidabad News: এ যেন রাজকীয় প্রাসাদ...! কিন্তু 'এই' বাড়ি কোনও দিন বিক্রি করতে পারবেন না মালিক, কারণ জানলে 'থ' হবেন

Last Updated:

Murshidabad News: গ্রামের মধ্যে এ এক রাজকীয় বাড়ি। বাড়ির আনাচে কানাচে সিসিটিভিতে মোড়া। দেখে মনে হবে যেন কোনও সরকারি কর্মচারীর বা বড় কোনও ব্যবসায়ীর বাড়ি।‌ কিন্তু এই বাড়ি কোনও দিন বিক্রি করতে পারবেন না মালিক, কারণ জানলে আঁতকে উঠবেন।‌

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: গ্রামের মধ্যে এ এক রাজকীয় বাড়ি। বাড়ির আনাচে কানাচে সিসিটিভিতে মোড়া। দেখে মনে হবে যেন কোনও সরকারি কর্মচারীর বা বড় কোনও ব্যবসায়ীর বাড়ি।‌ কিন্তু না, এটি মাদক মামলায় অভিযুক্তের বাড়ি। যার কারণেই আদালতের নির্দেশ মতো এই বাড়িটি ফ্রিজ করে দিল পুলিশ।
বাড়ি ফ্রিজ করছে পুলিশ 
বাড়ি ফ্রিজ করছে পুলিশ 
advertisement

মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ বাড়িটি ফ্রিজ করে দিল। যাতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়িটি কারোর নামে হস্তান্তর অথবা বিক্রয় কিছুই  না হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমকলের আলিনগর এলাকার আব্দুস রাজ্জাক মোল্লা মাদক মামলায় অভিযুক্ত। এই ঘটনার তদন্তে আদালত ভেবেছেন বাড়িটি তৈরি হয়েছে মাদক ব্যাবসার টাকায়। তাই আদালত পুলিশকে বাড়িটি ফ্রিজ করার নির্দেশ দেন।

advertisement

আরও পড়ুন-কাঁপিয়ে আসছে …! ৫০ কিমি বেগে প্রবল ঝড়-তুফান! ভারী-অতিভারী বৃষ্টি কাঁপাবে রাজ্যে, কী হবে বাংলায়? আবহাওয়ার মেগা আপডেট

সেই মতো শনিবার ডোমকল থানার আইসি-সহ আলিনগর গ্রামে আসেন পুলিশের দল। রাজ্জাক মোল্লার স্ত্রীকে সামনে নিয়েই ফ্রিজ করা হয় বাড়ি। জানিয়ে দেন ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদার। পুলিশ জানিয়েছে, বাড়ির বর্তমান বাজার মূল্য ৭৩ লক্ষ টাকা। এছাড়াও রানীনগর ও জলঙ্গীতে অন্যজনের বাড়ি ফ্রিজ করা হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুন-সাতসকালে বিরাট দুঃসংবাদ! সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিখ্যাত কিংবদন্তি অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

যদিও সাংবাদিকদের সামনে প্রথমে কিছু বলতে চাননি ফ্রিজ হয়ে যাওয়া বাড়ির বধূ। যদিও পরে তিনি দাবি করেন তার স্বামীকে ফাঁসানো হয়েছে। গ্রামের বাসিন্দাদের দাবি, বাড়ি তৈরি করা হয়েছে বেআইনিভাবেই। পুলিশ এতদিনে সঠিক কাজ করল। এলাকায় যুব সমাজ নেশার হাত থেকে রক্ষা পাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: এ যেন রাজকীয় প্রাসাদ...! কিন্তু 'এই' বাড়ি কোনও দিন বিক্রি করতে পারবেন না মালিক, কারণ জানলে 'থ' হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল