Popular Actor Death: সাতসকালে বিরাট দুঃসংবাদ! সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিখ্যাত কিংবদন্তি অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Popular Actor Death: বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ সাতসকালে নেমে এল শোকের ছায়া৷ প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও৷
বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ সাতসকালে নেমে এল শোকের ছায়া৷ প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও৷ ভোর ৪টার দিকে হায়দরাবাদে তাঁর নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, বার্ধক্যজনিত স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।
কোটা শ্রীনিবাস রাও ছিলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্মানিত এবং বহুমুখী অভিনেতা। চার দশকেরও বেশি সময় ধরে তাঁর কেরিয়ারে, তিনি ৭৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন, তাঁর অনন্য কণ্ঠস্বর, সংলাপ পরিবেশনা এবং শক্তিশালী পর্দা উপস্থিতির মাধ্যমে তিনি এক শক্তিশালী ছাপ রেখে গেছেন। কমেডি, খলনায়ক, বা চরিত্রের ভূমিকা যাই হোক না কেন, তিনি প্রতিটি ভূমিকাই সমান দক্ষতার সঙ্গে পালন করেছিলেন।
advertisement
advertisement
তিনি পদ্মশ্রী এবং বেশ কয়েকটি নন্দী পুরষ্কার-সহ অসংখ্য পুরষ্কারের প্রাপক ছিলেন এবং এমনকি একবার এমএলএ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। পর্দার বাইরে, কোটা তার শৃঙ্খলা, সরলতা এবং শিল্পের প্রতি ভালবাসার জন্য প্রশংসিত হয়েছিল।
advertisement
তেলুগু চলচ্চিত্র জগৎ এবং তার অগণিত ভক্তরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্র প্রেমীদের উপর গভীর প্রভাব ফেলেছেন এমন কিংবদন্তিকে স্মরণ করে সর্বত্র শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2025 9:06 AM IST