স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরনো বিবাদের জেরে শুক্রবার সকালে বাবর আলি নামে ওই ব্যক্তির বাড়িতে সদলবলে চড়াও হয় ভগবানগোলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাব শেখ। সেখানে বাবর আলিকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি চালায় কৃষি কর্মাধ্যক্ষ গোলাব শেখ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বাবর আলি বলে অভিযোগ।
advertisement
পরে তাকে সেখান থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। সব মিলিয়ে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় এদিন সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ভগবানগোলা থানার পুলিশ।
যদিও ঘটনার পর থেকে এখনও পর্যন্ত অভিযুক্তদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। বর্তমানে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এলাকার চেহারা রয়েছে সম্পূর্ণ থমথমে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
যদিও কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র পেল তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। অন্যদিকে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে একটি গ্রাম্য বিবাদ। আর সেই বিবাদের জেরেই ঘটে এই ঘটনা। আমরা পুলিশকে জানিয়েছি নিরপেক্ষ ভাবে তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।
Kaushik Adhikary