IPL Mega Auction: আইপিএল মেগা অকশন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার পথে বোর্ড, ম্যাচের সংখ্যাতেও বড়সড় রদবদল, চমক দেওয়া আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL Mega Auction: আইপিএলে এবার মেগা বদল ২০২৫ এ একাধিক বড় বদল, কী ভাবছে বোর্ড এল সামনে
advertisement
advertisement
"আমরা সমস্ত ফ্র্যাঞ্চাইজির মতামত শুনেছি," শাহের এই বক্তব্যই জানিয়েছে ক্রিকবাজ৷ তিনি আরও বলেছেন, “আমাদের জন্য সংখ্যালঘু দৃষ্টিভঙ্গি, সংখ্যাগরিষ্ঠ মতামতের মতো গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন (বিসিসিআইয়ের) কর্মকর্তারা। যাদের দল ভাল আছে তারা বলেছে বড় নিলামের কোনও প্রয়োজন নেই এবং যাদের ভাল দল নেই তারা বড় নিলাম চেয়েছে।”
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জয় শাহ আরও বলেন, “আমি আইসিসির F&CA (অর্থ ও বাণিজ্যিক বিষয়ক) সদস্য। আমি পরামর্শ দিয়েছি টেস্ট ক্রিকেটের জন্য একটি ডেডিকেটেড ফান্ড থাকা উচিত। টেস্ট ম্যাচ আয়োজন করা খুবই ব্যয়বহুল। (আইসিসি) বোর্ড অনুমোদন করলে আমরা তা করতে পারব। আমরা টেস্ট ক্রিকেটের জন্য একটি বিশেষ তহবিল তৈরি করার চেষ্টা করছি৷’’