জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় দ্রুত গতিতে মোটর বাইক চালিয়ে যাওয়ার সময় হয়েছে এই দদুর্ঘটনা। কুলি মোড়গ্রাম রাজ্যে সড়কের ওপর খড়গ্রাম থানার কাপাসডাঙা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কোনওভাবে দুর্ঘটনা ঘটে। একটি বাইকের মধ্যে থাকা ওই তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার বলেন, ‘কী ভাবে ওই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
আরও পড়ুন: বিয়ের বাজারে হাজির নতুন উপহার, হাতে পেলেই খুশিতে গদগদ হয়ে যাবে নবদম্পতি! শিল্পীর কাজ বাজার কাঁপাচ্ছে
কারণ ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী না থাকায় কী ভাবে ঘটেছে, তা এখনও জানা যায়নি। খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরে ওই এলাকায় সাময়িক যানজট তৈরি হয়। পুলিশ দ্রুত যানজট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় মৃত তিনজনের বাড়িতে কান্নার রোল নেমে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনায় শোকস্তব্ধ গ্রাম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তার উপরে নিত্যদিন মোটর বাইকের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এমনকি বারবার প্রশাসনের পক্ষ থেকে বারবার বলার পরেও মাথায় হেলমেট ব্যবহার করা হয়না। আর সেই কারণেই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হল এই তিনজনকে। অকালেই চলে গেল তরতাজা তিনজনের প্রাণ।






