মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ এলাকার বাসিন্দা ছোট্ট শিশু বিরল এক রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য খরচ প্রায় ৫০ লক্ষ টাকা। কিন্তু পরিবারে সেই মতো আর্থিক রোজগার নেই। দিশাহারা হয়ে পড়ে পরিবারের সদস্যরা। পিতা পরেশ কোনাই, তার স্ত্রী কিশোরী কোনাই। গোকর্ণ কোনাই পাড়া গ্রামের বাসিন্দা। তাদের পাঁচ বছরের সন্তান প্রীয়জিৎ কোনাই (৫)। বিরল রোগে আক্রান্ত হয়। চিকিৎসকদের ভাষায় Wiskoot Aldrich syndrome রোগে আক্রান্ত একরত্তি।
advertisement
শিশুর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বলেই জানান চিকিৎসকেরা। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে রোগ ধরা পড়ে। বর্তমানে মাঝেমধ্যেই রক্তের ব্লাড প্লেট রেট কমে যাওয়ার কারণে নাক ও চোখ দিয়ে রক্তপাত হতে থাকে। তারপরেই চিকিৎসা শুরু হয় চন্ডিগড়ে। চিকিৎসকেরা জানান, এই নভেম্বর মাসেই চিকিৎসা জন্য দিন ধার্য করা হয়েছে। অপারেশনের জন্য বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে হিমশিম খেতে হয় পরিবারকে। সাহায্যে এগিয়ে আসেন গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুনঃ ভাঙনে দিশেহারা পড়ুয়াদের কাছে শিক্ষার আলো পৌঁছল ডিওয়াইএফআই! ভুতনিতে শুরু বিনামূল্যে পাঠশালা
অসহায় পরিবার যোগাযোগ করে কান্দি থানার আইসি মৃণাল সিনহার সঙ্গে। তিনি তার বন্ধু ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে দুই লক্ষ টাকা জোগাড় করে পরিবারের হাতে তুলে দিলেন চিকিৎসার জন্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এর আগেও একাধিকবার মৃণালবাবুর মানবিক রূপ দেখা গিয়েছে। আজকে আমাদের শিশুর জন্য এগিয়ে এলেন তিনি। আইসির মানবিক রূপ দেখে গর্বিত হন সকলেই। ছোট্ট শিশুর দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলেই ।





