ইতিমধ্যেই পঞ্চায়েত থেকে নির্মাণ করা হয়েছে একটি কালভাট সেতু। সেই অস্থায়ী সেতু বর্ষাকালে জলের তলায় চলে যায়। ফলে পারাপার করতে হয় নৌকা দিয়ে। হাজার হাজার মানুষের পারাপার এই দ্বারকা নদীর উপর দিয়েই। বছরের পর বছর একটাই দাবি দ্বারকা নদীর উপর স্থায়ী সেতু নির্মাণ করা। এই সেতুর কারণেই চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বীরভূম জেলায়।
advertisement
শুধু কী তাই, এই সেতুর কারণেই মুর্শিদাবাদের ঝিল্লি অঞ্চল এলাকায় সাধারণ মানুষের উন্নয়নের থমকে যাচ্ছ বলেই অভিযোগ গ্রামবাসীর। এর পাশাপাশি এই অঞ্চলে পারিবারিক সম্বন্ধ তৈরি করতে অনিচ্ছুক হয় পার্শ্ববর্তী এলাকার মানুষজন। এই কারণেই অনেক যুবক-যুবতীর বিয়ে আটকে যায় এমনটাও অভিযোগ করছে এলাকার মানুষজন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কয়েক মাস পার হলেই ২০২৬ এর বিধানসভা ভোট। আর সেই ভোট প্রচারই আসে এই অস্থায়ী সেতুর ওপর দিয়েই রাজনৈতিক নেতারা। তাহলে কী স্থানীয় নেতৃত্বরা দেখেও না দেখার চেষ্টা করেন। খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত জানিয়েছেন, “আমরা সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি। ইতিমধ্যেই পঞ্চায়েতের তরফে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছে। আগামী দিনে সেতু নির্মাণের চিন্তা ভাবনা রয়েছে।”





