Alipurduar Tourism: পাহাড়, দামাল নদী, জঙ্গল আর...! ভুটান সীমান্তে অপরূপ পাহাড়ি গ্রাম গেরিগাঁও, ঘুরে আসুন বছর শেষের ছুটিতে, মন ভাল হয়ে যাবে গ্যারান্টি

Last Updated:

Alipurduar Tourism: নতুন বছরের আগেই ছোট পাহাড়ি গ্রামকে সাজিয়ে তুলছেন বাসিন্দারা। বিভিন্ন ফুলের গাছ তো রয়েছে পাশাপাশি স্নো ট্রি ও মুগ্ধ করা আলোকসজ্জার ব্যবহার করে সাজিয়ে তোলা হয়েছে গ্রামটিকে। এই গ্রাম পর্যটকদের নজরে আসুক, চাইছেন গ্রামবাসীরা।

+
গেরিগাঁও

গেরিগাঁও

কালচিনি, অনন্যা দে: নতুন বছরের আগেই ছোট পাহাড়ি গ্রামকে সাজিয়ে তুলছেন বাসিন্দারা। বিভিন্ন ফুলের গাছ তো রয়েছে পাশাপাশি স্নো ট্রি ও মুগ্ধ করা আলোকসজ্জার ব্যবহার করে সাজিয়ে তোলা হয়েছে গ্রামটিকে। এই গ্রাম পর্যটকদের নজরে আসুক, চাইছেন গ্রামবাসীরা।
নতুন বছরের আগে সেজে উঠছে ভুটান সীমান্ত ঘেঁষা জয়গাঁর গেরিগাঁও গ্রাম। গ্রামবাসীরা তৈরি করেছেন ‘স্নো ট্রি’। যা নজর কাড়ছে পর্যটকদের। বছরের এই শেষের দিনগুলিতে সীমান্ত শহরের এই পর্যটন কেন্দ্রে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। আর তাদের কথা মাথায় রেখেই ইতিমধ্যেই পাহাড়ি গ্রামে যাতায়াতের সড়ক মেরামত করা হয়েছে। ইতিমধ্যেই গতবছরই গ্রামবাসীদের প্রচেষ্টায় ৮০০ মিটার বাড়িয়ে নতুন করে সাজানো হয়েছিল এই গ্রাম। পাহাড় কেটে তৈরি করা হয়েছিল কাঁচা রাস্তা, বসানো হয়েছিল নানা দেব দেবীর মূর্তিও। এর ফলে এই গ্রামের অনেকটা উচ্চতা পর্যন্ত পর্যটকেরা যেতে পারছেন।
advertisement
advertisement
পর্যটকদের কথা মাথায় রেখে আলিপুরদুয়ারের এই জায়গায় তৈরি করা হয়েছে পাহাড়ের ধারেই জঙ্গল ঘেরা স্থানে পিকনিক স্পটও। গত ২০২০ সালে করোনা কালে ভুটান গেট বন্ধ হওয়ায় প্রভাব পড়েছিল জয়গাঁর বাসিন্দাদের কর্মসংস্থানে। সে সময় গ্রামবাসীরা কর্মসংস্থানে লক্ষ্যে এই পাহাড়ি গ্রামের সৌন্দর্যায়নের কাজে হাত লাগান। বর্তমানে এই গ্রামকে আরও সাজিয়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। একদিকে ভুটান পাহাড় আর ওপর দিকে জয়গাঁ-সহ তার আশপাশের এলাকা ও নদী দৃশ্যমান এই গেরিগাঁও থেকে। অপরূপ সৌন্দর্যের কারণে এই গ্রামকে কেন্দ্র করে পর্যটকদের আনাগোনা বাড়ায় অনেকে কর্মসংস্থানও পেয়েছেন বলেও দাবি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন এই গ্রামে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা দীপক লামা বলেন, “কিছু বছরের মধ্যেই অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে এই গ্রাম। নানা প্রান্ত থেকে পর্যটকেরা আসছেন এখানে ঘুরতে। তাদের কথা মাথায় রেখে এবছর এই গ্রামেই পিকনিক স্পটও তৈরি করেছি আমরা।” এই গ্রামে এলে নিরাশ হতে হবে না পর্যটকদের বলে দাবি বাসিন্দাদের।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Alipurduar Tourism: পাহাড়, দামাল নদী, জঙ্গল আর...! ভুটান সীমান্তে অপরূপ পাহাড়ি গ্রাম গেরিগাঁও, ঘুরে আসুন বছর শেষের ছুটিতে, মন ভাল হয়ে যাবে গ্যারান্টি
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement