জানা গিয়েছে, টোটোর মধ্যে রাখা একটি মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক। স্থানীয়রাই প্রথমে তাকে নানা প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে। তারপরেই স্থানীয়দের ক্ষোভ গিয়ে পড়ে যুবকের ওপর। যদিও খবর পেয়ে যুবককে উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: শীতে মালদহে ফ্যাশনের হটস্পট, চোখ ধাঁধানো কালেকশন! দরদাম করতে পারলে মিলবে বিরাট ছাড়
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি টোটোতে মোবাইল রেখে পাশের দোকানে খাবার কিনতে যান। সেই সুযোগে অভিযুক্ত যুবক টোটোর ভেতর থেকে মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি নজরে পড়তেই টোটোর মালিক ও আশপাশের মানুষজন ধাওয়া করেন। কিছুদূর যাওয়ার পর জনতার তৎপরতায় মোবাইল সহ ওই যুবককে ধরে ফেলা হয়।
আরও পড়ুন: বড়দিনের কাউন্টডাউন শুরু শিলিগুড়িতে, সামনে থেকে দেখল পথশিশুরা! সময় এলেই পাওয়া যাবে সুস্বাদু কেক
এরপর উত্তেজিত জনতা যুবককে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকেই বলছেন, সময়মতো বিষয়টি নজরে না এলে মোবাইল ফোনটি আর পাওয়া যেত না। ব্যস্ত এলাকায় এই ধরণের কাজকর্ম দেখে অবাক অনেকেই।
