TRENDING:

Murshidabad News: মোবাইল চুরি করে 'দে ছুট', হাতেনাতে ধরে যুবককে 'উত্তম-মধ্যম' দিল জনতা! ব্যস্ত বাজারে হইচই

Last Updated:

Murshidabad News: মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ফোন উদ্ধার করে অভিযুক্তকে উত্তম-মধ্যম দিল জনতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঘুনাথগঞ্জ, কেদারনাথ প্রামাণিক: মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। উত্তম-মধ্যম দিল জনতা। সামসেরগঞ্জ থানার অন্তর্গত চাঁদপুর অন্তরদ্বীপা বাজারে সোমবার দুপুরে সামনে এসেছে এই চাঞ্চল্যকর ঘটনা। মোবাইল চুরি করার সময় যুবককে হাতনাতে ধরে ফেলেন স্থানীয়রা।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

জানা গিয়েছে, টোটোর মধ্যে রাখা একটি মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক। স্থানীয়রাই প্রথমে তাকে নানা প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে। তারপরেই স্থানীয়দের ক্ষোভ গিয়ে পড়ে যুবকের ওপর। যদিও খবর পেয়ে যুবককে উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: শীতে মালদহে ফ্যাশনের হটস্পট, চোখ ধাঁধানো কালেকশন! দরদাম করতে পারলে মিলবে বিরাট ছাড়

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি টোটোতে মোবাইল রেখে পাশের দোকানে খাবার কিনতে যান। সেই সুযোগে অভিযুক্ত যুবক টোটোর ভেতর থেকে মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি নজরে পড়তেই টোটোর মালিক ও আশপাশের মানুষজন ধাওয়া করেন। কিছুদূর যাওয়ার পর জনতার তৎপরতায় মোবাইল সহ ওই যুবককে ধরে ফেলা হয়।

আরও পড়ুন: বড়দিনের কাউন্টডাউন শুরু শিলিগুড়িতে, সামনে থেকে দেখল পথশিশুরা! সময় এলেই পাওয়া যাবে সুস্বাদু কেক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২৫ ডিসেম্বর-১ জানুয়ারি দিঘায় 'তুলকালাম' কাণ্ড ...! হোটেলে বাম্পার ডিসকাউন্ট,প্যাকেজ অফার
আরও দেখুন

এরপর উত্তেজিত জনতা যুবককে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকেই বলছেন, সময়মতো বিষয়টি নজরে না এলে মোবাইল ফোনটি আর পাওয়া যেত না। ব্যস্ত এলাকায় এই ধরণের কাজকর্ম দেখে অবাক অনেকেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মোবাইল চুরি করে 'দে ছুট', হাতেনাতে ধরে যুবককে 'উত্তম-মধ্যম' দিল জনতা! ব্যস্ত বাজারে হইচই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল