মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এই শীতের মরশুমে বিক্রি করা হচ্ছে মিয়াজাকি আম গাছের চারা। মিয়াজাকি আমের চর্চা থাকে তুঙ্গে। তবে এবার আর সেই আম বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে অল্প জায়গার মধ্যেই বসিয়ে নিতে পারেন মিয়াজাকি আম গাছের চারা। নিজেই বাড়ির মধ্যে লাগাতে পারেন আম গাছ, তাও আবার খুব সহজেই।
advertisement
অল্প জায়গায় এই গাছ রোপণ করা সম্ভব, তাই জায়গার অভাব কোনও সমস্যাই নয়। মুর্শিদাবাদ জেলার কান্দি বাইপাসে একটি নার্সারিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি আম গাছের চারা, যা উচ্চতা ও আকারে খুব বেশি বড় হয় না। অর্থাৎ কম জায়গায় সহজেই এই গাছ বড় হতে পারে এবং একটিমাত্র গাছ থেকেই প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু খাদ্যচাহিদা পূরণ নয়, শখের বসেও বাড়ির মধ্যে বিদেশি আমের চারা লাগানো যেতে পারে। এই গাছ এতটাই ফলপ্রসূ যে ফলনের পরিমাণ দেখে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ ঝামেলা নেই, সামান্য যত্ন নিলেই সুস্বাদু ও পুষ্টিকর আম পাওয়া সম্ভব এবং এই গাছের ফলনের পর দাম উঠতে পারে লক্ষাধিক টাকা। যে কারণে এই গাছের চাহিদা থাকে তুঙ্গে।





