Digha Jagannath Temple: জগন্নাথ মন্দির কতকিছু বদলে দিল দিঘায়! ছুটে আসছেন ভিন রাজ্যের শিল্পীরাও, খুঁজে পাচ্ছেন নতুন নতুন আয়ের দিশা

Last Updated:

East Medinipur Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির দিঘায় পর্যটক সংখ্যা বাড়ার পাশাপাশি আয় বাড়াচ্ছে ভিন্ন রাজ্যের শিল্পীদেরও

+
দিঘার

দিঘার জগন্নাথ মন্দিরের কাছে মূর্তি তৈরিতে ব্যস্ত সোহনলাল

এগরা, মদন মাইতি: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে শুধু দিঘার অর্থনীতিই বদলায়নি, বদলাচ্ছে কর্মসংস্থানের ছবিও। মন্দিরকে কেন্দ্র করে যেমন পর্যটকদের ভিড় বাড়ছে, তেমনই দিঘা ও পার্শ্ববর্তী এলাকায় তৈরি হচ্ছে নতুন নতুন আয়ের সুযোগ। সেই সুযোগ ধরেই ভিনরাজ্য থেকেও বহু শিল্পী দিঘায় এসে রুজি রোজগার শুরু করেছেন। তাদের মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছেন রাজস্থানের যুবক সোহনলাল রাঠোর। সোহনলালের হাতে যেন জাদু রয়েছে। তার হাতের ছোঁয়া মাত্রই তৈরি হয়ে হচ্ছে নানা রকম মনকাড়া মূর্তি। দিঘা-এগরা রাস্তার ধারে বসেই তিনি প্রতিদিন তৈরি করছেন রাধা-কৃষ্ণ থেকে জগন্নাথ দেব নানা দেবদেবীর মূর্তি।
পর্যটকরা দিঘা ঘুরে ফেরার সময় তার পসরা দেখে থমকে যাচ্ছেন। মুহূর্তের মধ্যেই আকৃষ্ট হচ্ছেন সোহনলালের তৈরি মূর্তির দেখে। অনেকেই ছবি তোলার পর কিনে নিচ্ছেন নিজের পছন্দের মূর্তি। শুধু হাতে তৈরি বলেই নয়, তার মূর্তির সূক্ষ্ম কারুকাজ ও উজ্জ্বল রং যে কোনও শিল্পপ্রেমীকে মুগ্ধ করবেই। সোহনলালের সঙ্গে রয়েছে আরও ১০–১২ জন শিল্পীর একটি দল, যারা রাজস্থানের ঐতিহ্যবাহী শিল্পকর্ম দিঘার পর্যটকদের সামনে তুলে ধরছেন।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার এগরার কুদিতে দিঘার রাস্তায় এই মূর্তি বানিয়ে চলেছেন সোহনলাল। সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে মূর্তি বিক্রি। সোহনলালের কথায়, “দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই আমাদের মূর্তি বিক্রি অনেক বেড়ে গেছে। আগে এমন ভিড় হত না। এখন প্রতিদিন অনেক পর্যটক আসে, দেখে, পছন্দ করে, কেনে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে অনেক পর্যটক সোহনলালের দোকান থেকে কোনও না কোনও মূর্তি কিনেই ফিরছেন। দামও সকলের নাগালের মধ্যে। মাত্র ১০০ টাকা থেকে শুরু করে ১,২০০ টাকা পর্যন্ত বিভিন্ন আকারের চোখ ধাঁধান মূর্তি রয়েছে। রাধা-কৃষ্ণ, জগন্নাথ, গণেশ, লক্ষ্মী, সরস্বতী—সব ধরনের দেবদেবীর মূর্তি পাচ্ছেন পর্যটকরা। ফলে উৎসবের মরসুম হোক বা সাধারণ ছুটির দিন, সোহনলালের ছোট দোকানকে ঘিরে তৈরি হচ্ছে জমজমাট পরিবেশ। দিঘায় পর্যটন বাড়ার সঙ্গে সঙ্গে ভিনরাজ্যের শিল্পীদেরও নতুন জীবনযাত্রার পথ খুলে দিচ্ছে জগন্নাথ মন্দির।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: জগন্নাথ মন্দির কতকিছু বদলে দিল দিঘায়! ছুটে আসছেন ভিন রাজ্যের শিল্পীরাও, খুঁজে পাচ্ছেন নতুন নতুন আয়ের দিশা
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement