Success Story: ট্রলি ভাড়া করে মুম্বই বিখ্যাত খাবারের ব্যবসা! সন্ধে হলেই লুফে নেন ক্রেতারা, মেদিনীপুরের যুবকের সফলতার গল্প চমকপ্রদ

Last Updated:

West Medinipur Success Story: ভিন রাজ্যে কাজে গিয়ে এই বিশেষ খাবার খেয়ে বেশ পছন্দ হয় শিবুর। এরপর তিনি বাড়িতে ফিরে এসে শুরু করেছেন এই ব্যবসা। সন্ধ্যা হলেই দোকান দেন। এলাকায় প্রথম এবং নতুন এই খাবার খেতে বেশ ভাল ভিড় জমে। 

+
ব্যবসায়

ব্যবসায় সফলতার গল্প

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: একদিকে ভ্রমণ আর অন্যদিকে খাদ্যরসিক বাঙালি। বরাবরই নিত্যনতুন খাবার বেশ পছন্দের তালিকায় থাকে সকলের। তাও যদি হয় সন্ধের টিফিন, তবে মুখরোচক খাবার পছন্দ করেন সকলে। এবার জঙ্গল মহলের মানুষদের মধ্যে স্বাদের বদল ঘটিয়েছেন এক যুবক। গিয়েছিলেন অন্য জায়গায় কাজ করতে, সেখানেই খেয়েছেন বড়া পাও এবং পাও ভাজি। তবে বাড়িতে এসে ভাড়াতে একটি ট্রলি নিয়ে শুরু করেছেন এই ব্যবসা। সামান্য পুঁজিতে শুরু করা এই ব্যবসা এখন বহরে বাড়ছে। প্রতিদিন সন্ধ্যা হলেই তার দোকানে ভিড় বাড়ছে খাদ্য রসিক মানুষদের। একবার খেলে দ্বিতীয়বার আসছেন তার দোকানে।
এবার জঙ্গলমহলে খাবারের তালিকায় সন্ধ্যার খাবারের নতুন আইটেম। মূলত স্বপ্ননগরী মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় পাওয়া যায় এই স্ট্রিট ফুড বড়া পাও এবং পাও ভাজি। বিশেষ এক আলুর মশলা করে পাও অর্থাৎ এক নরম রুটির মধ্যে দিয়ে বিভিন্ন মশলা মাখিয়ে তৈরি করে দেওয়া হয় এই বড়া পাও। শুধু তাই নয়, টক-ঝাল-মিষ্টি স্বাদের খেতে হয় এই বিশেষ খাবার। পাশাপাশি বিশেষ এক তরকারির সঙ্গে বাটার দিয়ে সেঁকে দেওয়া বিশেষ নরম পাউরুটি পরিবেশন করা হয়, যা পরিচিত পাও ভাজি নামে। খুব অল্প দামে জঙ্গলমহলের এই এলাকায় মিলছে বড়া পাও এবং পাও ভাজি। সন্ধ্যা হলেই ভিড় বাড়ছে দোকানে।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা শিবু বারিক সম্প্রতি শুরু করেছেন এই ব্যবসা। লোকের একটি ট্রলি ভাড়ায় নিয়ে শুরু করেছেন পাওভাজি এবং বড়া পাও এর ব্যবসা। আর এতেই সংসার চালাচ্ছেন তিনি। বেলদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সন্ধে হলেই দোকান দেন তিনি। সন্ধ্যা থেকেই বিক্রি বাড়ে তার। প্রতি প্লেট বড়া পাও কিংবা পাওভাজির দাম রয়েছে মাত্র ৩০ টাকা। ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন তার কাছে। হাতে গরম বানিয়ে দিচ্ছেন এই বিশেষ খাবার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভিন রাজ্যে কাজে গিয়ে এই বিশেষ খাবার খেয়ে বেশ পছন্দ হয় শিবুর। এরপর তিনি বাড়িতে ফিরে এসে শুরু করেছেন এই ব্যবসা। সন্ধ্যা হলেই দোকান দেন। এলাকায় প্রথম এবং নতুন এই খাবার খেতে বেশ ভাল ভিড় জমে। তবে যুবকের প্রতিদিনের জীবন কাহিনী অবাক করবে, নতুন খাবারে মন মজেছে সাধারণের।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: ট্রলি ভাড়া করে মুম্বই বিখ্যাত খাবারের ব্যবসা! সন্ধে হলেই লুফে নেন ক্রেতারা, মেদিনীপুরের যুবকের সফলতার গল্প চমকপ্রদ
Next Article
advertisement
Supreme Court on Sonali Khatun: অন্তঃসত্ত্বা সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের!
সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হতে বলল সুপ্রিম কোর্ট!
  • সোনালি খাতুনদের বাংলাদেশ থেকে ফেরাতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের৷

  • মানবিকতার খাতিরেই কেন্দ্রকে নমনীয় হতে বললেন প্রধান বিচারপতি৷

  • সোনালিদের ফেরানো হবে বলে লিখিত ভাবে শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
advertisement