Ration Distributor Recruitment: রেশন ডিস্ট্রিবিউটর হওয়ার বিরাট সুযোগ! শুধু এক জেলাতেই বাড়বে ৩৬, সুযোগ হাত ছাড়া মানে সব গেল

Last Updated:

South 24 Parganas Ration Distributor Recruitment: বাড়বে রেশন‌ ডিস্ট্রিবিউটর, হবে নতুন কর্মসংস্থান। জেলা খাদ্য বিভাগ ডিস্ট্রিবিউটরের সংখ্যা ২৪ থেকে অন্তত ৬০ করার উদ্যোগ নিচ্ছে। ফলে আগামীতে কাজের সুযোগ বাড়বে।

চালের গোডাউন
চালের গোডাউন
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দক্ষিণ ২৪ পরগনায় বাড়বে রেশন‌ ডিস্ট্রিবিউটর, হবে নতুন কর্মসংস্থান। জেলা খাদ্যবিভাগ ডিস্ট্রিবিউটরের সংখ্যা ২৪ থেকে অন্তত ৬০ করার উদ্যোগ নিচ্ছে। অর্থাৎ নতুন করে ৩৬টি ডিস্ট্রিবিউটর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে আগামীতে কাজের সুযোগ বাড়বে।
বতর্মানে ২৪ জন ডিস্ট্রিবিউটর জেলার হাজারের বেশি রেশন দোকানে খাদ্যসামগ্রী সরবরাহ করেন। সেক্ষেত্রে কোনও ডিস্ট্রিবিউটরের অধীনে ১৪টি দোকান আছে, কারও আছে আবার ১০০। ফলে সার্বিকভাবে ডিস্ট্রিবিউটরদের উপর চাপ পড়ে এবং কাজেরও অসুবিধা হয়।
advertisement
advertisement
বড় বড় এলাকা নিয়ে যারা কাজ করেন, এমন ডিস্ট্রিবিউটরদের এলাকা ভাঙা হবে। সেখানে আরও এক বা একাধিক ডিস্ট্রিবিউটরকে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই খাদ্য দফতর এই বিষয়ে সম্মতি দিয়েছে। ডিসেম্বরেই জারি হতে পারে নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগের জন্য বিজ্ঞাপন। ফলে এই নিয়োগে নতুন ব্যক্তিরা কাজ পাবেন। বড় জেলা হওয়ায় গ্রাহকদের রেশন সামগ্রী নিরবচ্ছিন্নভাবে তুলে দিতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা খাদ্য বিভাগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু আয়তনের তুলনায় ডিস্ট্রিবিউটরের সংখ্যা কম থাকায় অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল। সেজন্য জেলা খাদ্য বিভাগ ডিস্ট্রিবিউটরের সংখ্যা বাড়িয়ে এই সমস্যা মেটাতে চাইছে। ডিস্ট্রিবিউটর পিছু সর্বাধিক দেড় লক্ষ গ্রাহক থাকবে। ফলে রেশন দোকানগুলিকে কম সংখ্যক গ্রাহকদের পরিষেবা দিতে হবে।
advertisement
বড় ডিস্ট্রিবিউটর মানে তাঁকে অনেক হিসেব রাখতে হত আগে। ফলে ইন্সপেকশন হলে হিসাব দেখতে অনেক সময় লাগে। যেকারণে এলাকা কমিয়ে দেওয়া হলে, এই হিসাবের গোলমালের ঝঞ্ঝাট থাকবে না। পুরো ব্যাপারটি আরও মসৃণ হবে। স্টকের হিসেব রাখতেও অনেক সুবিধা হবে। ফলে দ্রুত তথ্য পাওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ration Distributor Recruitment: রেশন ডিস্ট্রিবিউটর হওয়ার বিরাট সুযোগ! শুধু এক জেলাতেই বাড়বে ৩৬, সুযোগ হাত ছাড়া মানে সব গেল
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement