TRENDING:

Howrah News: সঠিক স্টেশনে দাঁড়ায়নি দূরপাল্লার ট্রেন! হাওড়ায় রেললাইন ধরে হাঁটা দিলেন কয়েকশো যাত্রী, নজিরবিহীন ছবি দেখে থমকে গেলেন অনেকে

Last Updated:

Howrah News: এদিন একসঙ্গে কয়েকশো মানুষ রামরাজাতলার দিক থেকে সাঁতরাগাছি রেল স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিলেন। সেই দলে পুরুষ-মহিলা উভয়েই ছিল। প্রায় প্রত্যেক যাত্রীর হাতে, কাঁধে ও মাথায় বড় বড় ব্যাগ। এই ব্যাগ নিয়েই লাইন ধরে এগিয়ে যাচ্ছিলেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাঁতরাগাছি, রাকেশ মাইতিঃ বুধবার দেখা গেল এক অন্যরকম ছবি। রামরাজাতলার দিক থেকে সাঁতরাগাছি স্টেশনের লাইন ধরে হাঁটছেন কয়েকশো যাত্রী! পরপর পাতা রয়েছে রেললাইন। সেই লাইনের পাশ ধরে অসংখ্য মানুষ হাঁটছেন। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। প্রত্যক্ষদর্শীরা এমন কাণ্ড দেখে অবাক।
advertisement

একজন দু’জন নয়, এদিন একসঙ্গে কয়েকশো মানুষ রামরাজাতলার দিক থেকে সাঁতরাগাছি রেল স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিলেন। সেই দলে পুরুষ-মহিলা উভয়েই ছিল। প্রায় প্রত্যেক যাত্রীর হাতে, কাঁধে ও মাথায় বড় বড় ব্যাগ। এই ব্যাগ নিয়েই লাইন ধরে এগিয়ে যাচ্ছিলেন তাঁরা। এমন দৃশ্য দেখে, সাঁতরাগাছি ব্রিজ হয়ে যাতায়াত করা অনেক মানুষ দাঁড়িয়ে পড়েন।

advertisement

আরও পড়ুনঃ হাওড়া আমতা লাইনে ফের দুর্ঘটনা! প্রায় ২ ঘণ্টা রেললাইনের ধারে পড়ে রইলেন জখম মহিলা, রেলের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ

জানা যাচ্ছে, একটি দূরপাল্লার ট্রেন সাঁতরাগাছি স্টেশনে না দাঁড়ানোয় এই ঘটনা ঘটে। ওই ট্রেনটি সাঁতরাগাছিতে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু দেখা যায়, সাঁতরাগাছি স্টেশন ছেড়ে রামরাজাতলা স্টেশনের দিকে এগোচ্ছে গাড়ি। যাত্রীরা একথা বোঝামাত্রই হইচই শুরু করেন, এরপর ট্রেন থামে। যাত্রীরা ট্রেন থেকে নেমে সাঁতরাগাছি স্টেশনের দিকে হাঁটতে শুরু করেন। লাইন ধরে হাঁটা মানুষেরা এমনটাই জানিয়েছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সঠিক স্টেশনে দাঁড়ায়নি দূরপাল্লার ট্রেন! হাওড়ায় রেললাইন ধরে হাঁটা দিলেন কয়েকশো যাত্রী
আরও দেখুন

স্থানীয়দের কথায় জানা যায়, মাঝেমধ্যেই এমন ঘটনা দেখা যায়। বেশ কিছু মানুষ স্টেশনে ঢোকার আগে ট্রেন ধীরগতি হলে, সুযোগ বুঝে নেমে পড়েন। তাঁরা সাঁতরাগাছি হয়ে সড়কপথে কলকাতা বা মেদিনীপুর যাওয়ার জন্য এমন ঝুঁকি নেন। তবে এদিন একসঙ্গে কয়েকশো মানুষকে হাঁটতে দেখা যায়। এত সংখ্যক মানুষ দেখে স্থানীয়রাও অবাক হয়ে যান।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: সঠিক স্টেশনে দাঁড়ায়নি দূরপাল্লার ট্রেন! হাওড়ায় রেললাইন ধরে হাঁটা দিলেন কয়েকশো যাত্রী, নজিরবিহীন ছবি দেখে থমকে গেলেন অনেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল