Miyazaki Mango Cultivation: বাড়ির একটুকরো জায়গাতেই হবে 'সোনার' মিয়াজাকি আম, শুধু জানতে হবে আসল টিপস! সেটাই শেখাচ্ছে মুর্শিদাবাদের জনপ্রিয় নার্সারি

Last Updated:

Murshidabad Miyazaki Mango Cultivation: সোনার মতো দাম, বিশ্বের অন্যতম দামি আম মিয়াজাকি এবার চাইলে আপনি বাড়িতে লাগিয়ে ফেলতে পারেন।

+
মিয়াজাকি

মিয়াজাকি আমের চারা 

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সোনার মতো দাম, বিশ্বের অন্যতম দামি আম মিয়াজাকি এবার চাইলে আপনি বাড়িতে লাগিয়ে ফেলতে পারেন। জাপান থেকে আসছে চারা। এবার জাপানি আমের চাষ শুরু হতে চলেছে মুর্শিদাবাদে! জানেন কী বিশ্বের সবচেয়ে দামি আম কী? উত্তর একটাই, জাপানের ‘মিয়াজাকি’ আম। শুধুমাত্র উদ্যোগ নিয়েই থেমে নেই, সেই জাপানি প্রজাতির আমচাষের পদ্ধতি-সহ যাবতীয় খুঁটিনাটি দিচ্ছেন বিক্রেতারা।  এই আমের ফলন হলে লক্ষাধিক টাকা বাজার দরে বিক্রি হতে পারে বলে দাবি বিক্রেতাদের।
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এই শীতের মরশুমে বিক্রি করা হচ্ছে মিয়াজাকি আম গাছের চারা। মিয়াজাকি আমের চর্চা থাকে তুঙ্গে। তবে এবার আর সেই আম বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে অল্প জায়গার মধ্যেই বসিয়ে নিতে পারেন মিয়াজাকি আম গাছের চারা। নিজেই বাড়ির মধ্যে লাগাতে পারেন আম গাছ, তাও আবার খুব সহজেই।
advertisement
advertisement
অল্প জায়গায় এই গাছ রোপণ করা সম্ভব, তাই জায়গার অভাব কোনও সমস্যাই নয়। মুর্শিদাবাদ জেলার কান্দি বাইপাসে একটি নার্সারিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি আম গাছের চারা, যা উচ্চতা ও আকারে খুব বেশি বড় হয় না। অর্থাৎ কম জায়গায় সহজেই এই গাছ বড় হতে পারে এবং একটিমাত্র গাছ থেকেই প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু খাদ্যচাহিদা পূরণ নয়, শখের বসেও বাড়ির মধ্যে বিদেশি আমের চারা লাগানো যেতে পারে। এই গাছ এতটাই ফলপ্রসূ যে ফলনের পরিমাণ দেখে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ ঝামেলা নেই, সামান্য যত্ন নিলেই সুস্বাদু ও পুষ্টিকর আম পাওয়া সম্ভব এবং এই গাছের ফলনের পর দাম উঠতে পারে লক্ষাধিক টাকা। যে কারণে এই গাছের চাহিদা থাকে তুঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Miyazaki Mango Cultivation: বাড়ির একটুকরো জায়গাতেই হবে 'সোনার' মিয়াজাকি আম, শুধু জানতে হবে আসল টিপস! সেটাই শেখাচ্ছে মুর্শিদাবাদের জনপ্রিয় নার্সারি
Next Article
advertisement
Supreme Court on Sonali Khatun: অন্তঃসত্ত্বা সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের!
সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হতে বলল সুপ্রিম কোর্ট!
  • সোনালি খাতুনদের বাংলাদেশ থেকে ফেরাতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের৷

  • মানবিকতার খাতিরেই কেন্দ্রকে নমনীয় হতে বললেন প্রধান বিচারপতি৷

  • সোনালিদের ফেরানো হবে বলে লিখিত ভাবে শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
advertisement