প্রায় দেড় মাস আগে সংসারের অভাব ঘোচাতে কাজের সন্ধানে গাজিয়াবাদ গিয়েছিলেন। পরিশ্রমী, শান্ত স্বভাবের এই মানুষটির জীবনের গল্প শেষ হল এক মর্মান্তিক দুর্ঘটনায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চারতলা বিল্ডিংয়ের ঢালাই চলাকালীন হঠাৎ উপরের দিক থেকে ভারী ঢালাই মেশিন বাসীর শেখের উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সহকর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনা! ট্রেনে কাটা পড়ে মৃ*ত্যু পরিযায়ী শ্রমিকের
এই ঘটনার খবর আসে বাড়িতে। সব জানতে পেরে স্তম্ভিত হয়ে পড়ে গ্রাম মধ্য চাচন্ডের মানুষ। বর্তমানে বাসীরের পরিবারে স্ত্রী সাগিরা বিবি, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। সংসারের একমাত্র রোজগেরে মানুষকে হারিয়ে দিশেহারা পরিবার। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই আমরা জানতে পারি। এখন কীভাবে দেহ ফিরে আসবে তা নিয়ে আমরা চিন্তিত। ময়নাতদন্তের পর মৃতদেহ পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। আগামীদিনে ছেলেমেয়ে নিয়ে কীভাবে সংসার চালাবেন সেই নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।






