জানা গিয়েছে, শুক্রবার দুপুরে গোকর্ণ ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় চার বিঘা চাষের জমি নিয়ে একটি বিবাদ তৈরি হয়। আর সেই বিবাদের কারণেই বচসা ও মারামারি হয় দুই পক্ষের মধ্যে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক সাস্রেক আম্বেদর, কান্দি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
advertisement
আরও পড়ুন : বিকেল পাঁচটাতেও ছুটি হল না, আটটা পর্যন্ত স্কুলেই থাকল পড়ুয়ারা! ভূগোল শেখানোর অন্য উপায় খুঁজলেন শিক্ষকরা
দুই পক্ষের বচসা থামাতে গিয়ে কান্দি থানার আইসি মৃণাল সিনহার মাথায় বাঁশ দিয়ে আঘাতে করে, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। মাথা ফেটে যায় পুলিশের। এছাড়াও আহত হন আরও দুইজন পুলিশ কর্মী। সকলকেই উদ্ধার করে তড়িঘড়ি গোকর্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মহিলা সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ। একাধিক মোটর বাইকও ভাঙচুর করা হয়েছে। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার দুপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটে। তড়িঘড়ি পুলিশ আসতেই পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটে।






