গত কয়েকদিন থেকেই সামশেরগঞ্জের বেশ কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বাঁধে ফাটল ধরে জল ঢোকে গ্রামগুলিতে। এরই মাঝে ভাঙন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাধুরী সরকার, পলাশ সিংহ, লোহারাম সিংহ, অরিজিৎ বর্মন, লক্ষণ বর্মন-সহ আরও বেশ কয়েকজনের বাড়ি ভোররাতে তলিয়ে গিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কয়েক’শ পরিবার। অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন: ৬ বছর আগে স্কুল ছাত্রীর সঙ্গে ঘটেছিল ন্যক্কারজনক ঘটনা! অবশেষে সাজা ঘোষণা বিচারকের, কতটা খুশি পরিবার
মুর্শিদাবাদের বাসিন্দা মাধুরী সরকার জানিয়েছেন, “আমার আর কিছুই নেই। ঘরে যা ছিল সব চলে গেছে গঙ্গা গর্ভে। ভাবতে পারিনি এমনটা হবে। চোখের সামনেই আসবাবপত্র থেকে বিছানা, বাসনপত্র সমস্ত কিছুই তলিয়ে গিয়েছে ভয়াবহ গঙ্গাতে। কিছুই ঘর থেকে বের করে নিয়ে আসতে পারিনি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় এক বাসিন্দা বাপি সিংহ জানান, একাধিক বাড়ি তলিয়ে গেছে। নদীর ধারে পলাশ সিংহের বাড়ি তলিয়ে গেছে, একই অবস্থা লোহারাম, সুধাংশু মোড়লের বাড়িও গঙ্গা গর্ভে। দিশেহারা হয়ে খোলা আকাশের নীচে ঠাই ক্ষতিগ্রস্ত পরিবারের।