দক্ষিণবঙ্গে লাগাতার বর্ষণ। অন্যদিকে একাধিক জলাধার থেকে জল ছাড়া হয়েছে। আর জল ছাড়ার ফলেই বন্যার আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকে। এর আগে খড়গ্রাম ও বড়ঞাতে বেশ কিছু এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এবার কান্দি ব্লকের অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েত জলমগ্ন পরিস্থিতি তৈরি হল।
আরও পড়ুন : কলকাতা হাইকোর্টের নির্দেশ! AIIMS’এ দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে রহস্যজনকভাবে মৃত যুবকের
advertisement
কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েত শস্য ভান্ডার হিসেবেই পরিচিত। ধানের গোলা হিজল গ্রাম পঞ্চায়েত। শেষ ২০১৫ সালে বন্যা পরিস্থিতি তৈরি হয় হিজলে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ দশ বছর। তৈরি হয়েছে কেন্দ্র সরকার ও রাজ্যে সরকারের উদ্যোগে কান্দি মাষ্টার প্ল্যান। ফলে বন্যা নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ন্ত্রণে কান্দি ব্লকে। দ্বারকা নদী হিজল গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে বয়ে গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে দক্ষিণবঙ্গে অত্যধিক বৃষ্টি হয়। আর তারপরেই চাষের জমি জলমগ্ন হয়েছে। এবার বাঁধ ভেঙে প্লাবিত হল হিজল গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম। সেচ দফতরের আধিকারিক পেরিশ নন্দী জানিয়েছেন, বেনিপুর গ্রামে বাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে। বালির বস্তা ফেলে বাঁধ নির্মাণের কাজ চলছে।