কলকাতা হাইকোর্টের নির্দেশ! AIIMS’এ দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে রহস্যজনকভাবে মৃত যুবকের
- Published by:Nayan Ghosh
- hyperlocal
Last Updated:
মামলার শুনানিতে বিষ্ণু কুমারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
আড়ষা, শর্মিষ্ঠা ব্যানার্জি : পুলিশি অত্যাচারে আড়ষা যুবকের মৃত্যুর ঘটনায় নয়া মোড়! পুনরায় ময়নাতদন্তের আদেশ দিল কলকাতা হাইকোর্ট। মৃত যুবক বিষ্ণু কুমারের (৩৪) পরিবারের পক্ষ থেকে পুনরায় ময়না তদন্তের দাবি আগেই জানান হয়েছিল। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য মৃতের ভাই সমন কুমার দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের। সোমবার সেই মামলার শুনানিতে বিষ্ণু কুমারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই রায় অনুসারে আগামী সাত আগস্ট কল্যাণী এআইএমএস-এ দেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
ইতিপূর্বে গত ৩১ জুলাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার প্রথম শুনানি হয়। বিচারপতি পোস্টমর্টেমের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেন। তাই তিনি সেদিন দেহটি সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও বিষ্ণু কুমারের কেস ডায়েরি তলব করেছিলেন। সোমবার আড়ষা থানার দুই পুলিস আধিকারিক বিচারপতির এজলাসে হাজির হন। তাঁরা কেস ডায়েরি জমা দেন। তারপরই বিচারপতি দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেন।
advertisement
advertisement
এ বিষয়ে বিষ্ণু কুমারের ভাই সমন কুমার বলেন , সকলেই জানেন তাঁর দাদাকে মারধর করে মারা হয়েছে। কিন্তু পোস্টমর্টেমের রিপোর্টে মৃত্যুর কারণ স্বাভাবিক বলে উল্লেখ করা রয়েছে। এই পোস্টমর্টেমের রিপোর্টে গন্ডগোল রয়েছে বলে তার মনে হয়েছিল। সেই কারণেই দ্বিতীয়বার পোস্টমর্টেমের জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এ বিষয়ে আড়ষা ব্লকের বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি পার্থসারথি মাহাতো বলেন, দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য বিচারক যে নির্দেশ দিয়েছেন, তাতে আমরা খুশি। আমরা চাই ঘটনার সঠিক তদন্ত হোক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, মোবাইল চুরির অভিযোগে গত ১৬ জুলাই আড়ষার বাসিন্দা বিষ্ণু কুমারকে (৩৪) থানায় তুলে নিয়ে যাওয়া হয়। গত ১৯ জুলাই যুবকের মৃত্যু হয়। ২০ জুলাই দেহের ময়নাতদন্ত হয়। কিন্তু প্রথম শুনানিতেও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে বিস্তর জলঘোলা হয়। তারপরেই দ্বিতীয়বার ময়নাতদন্তের আর্জি জানায় পরিবার , আর কলকাতা হাইকোর্টের বিচারক তীর্থঙ্কর ঘোষ তাতেই শিলমোহর দিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 06, 2025 6:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতা হাইকোর্টের নির্দেশ! AIIMS’এ দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে রহস্যজনকভাবে মৃত যুবকের








