বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ কৃষক! পরদিন মিলল দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
Last Updated:
পরিবার বিএসএফ ক্যাম্পে তাঁর অবস্থান সম্পর্কে জানতে চান। সেখানে জানানো হয়, তিনি চর এলাকা থেকে ফিরে গেছেন এবং তাঁর নাম এন্ট্রিতেও আছে।
সুতি, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদের সুতির দেবীপুর চরে ভারত-বাংলাদেশ সীমান্তে রহস্যজনকভাবে এক কৃষকের। মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম নুরুদ্দিন আলি (৫০), বাড়ি সুতির দেবীপুর এলাকায়। মৃত নুরুদ্দিন আলির সঙ্গে তাঁর চাষের কাজে ব্যবহৃত একটি ক্যারেট কলা ও কলার মোচা পাওয়া গিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সকাল নাগাদ প্রতিদিনের মতো চাষের উদ্দেশ্যে দেবীপুর চর পেরিয়ে সীমান্ত এলাকায় যান নুরুদ্দিন আলি। সাধারণত দুপুর ১২টার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে না আসায় উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করে।
আরও পড়ুন : গাড়ির আওয়াজে ছুটে আসে সারমেয়রা, টানা বৃষ্টিতেও ৭৮০ অবলা প্রাণীর ত্রাতা বিজয়
পরিবারের লোকজন সোজা বিএসএফ ক্যাম্পে যান এবং জানতে চান তাঁর অবস্থান সম্পর্কে। সেখানে জানানো হয়, তিনি চর এলাকা থেকে ফিরে গেছেন এবং তাঁর নাম এন্ট্রিতেও আছে। এরপর রাতভর তল্লাশি চালানো হলেও কোনও খোঁজ মেলেনি। বুধবার সকালে দেবীপুর চরেই তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই দেবীপুর জুড়ে ছড়ায় তীব্র উত্তেজনা। এলাকাবাসীরা ভিড় জমাতে থাকেন দেবীপুর গঙ্গাঘাটে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, মৃত নুরুদ্দিন আলির সঙ্গে তাঁর চাষের কাজে ব্যবহৃত একটি ক্যারেট কলা ও কলার মোচা পাওয়া গিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 06, 2025 6:23 PM IST








