সামশেরগঞ্জে ফের ভেজাল হলুদ মিলে হানা। ভেজাল হলুদ প্রস্তুতির অভিযোগে মিলে অভিযান চালাল পুলিশ। সোমবার রাতে সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্ব পুলিশের একটি বিশেষ টিম নতুন ডাকবাংলা সংলগ্ন হলুদ মিলে হানা দেয়। সেখানে মিলের ভিতরে বিপুল পরিমাণ নিম্নমানের পচা হলুদ মজুত রয়েছে। পাশাপাশি ভেজাল হলুদ তৈরি করার বিভিন্ন সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরেই এলাকার বাজারে নিম্নমানের হলুদ বিক্রি হওয়ার অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বাজারে পাওয়া কিছু হলুদে অস্বাভাবিক রঙ দেখা যাচ্ছে। সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে। গোপন সূত্রে খবর পেয়েই সোমবার এই মিলে হানা দেয় পুলিশ। মিল থেকে যে পরিমাণ ভেজাল হলুদ উদ্ধার হয়েছে তা যথেষ্ট উদ্বেগজনক বলে জানিয়েছে তদন্তকারী অফিসাররা।
অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে হলুদ, রঙ মেশানোর উপকরণ, কিছু রাসায়নিক এবং হলুদ গুঁড়ো করার মেশিন। পুলিশের সন্দেহ, দীর্ঘদিন ধরেই এখানে ভেজাল হলুদ তৈরি করে তা এলাকার বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল। ঘটনাস্থল থেকে মিলের দুই কর্মীকে আটক করা হয়েছে। তবে মিলের মালিক সামসুদ্দিন পলাতক বলে জানা যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ জানিয়েছে, পলাতক মালিক সামসুদ্দিনকে ধরতে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে প্রশাসন। স্থানীয় মানুষজনের দাবি, এধরনের ভেজাল খাদ্য মিলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পুরো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।






