Bankura News: এই শীতে ঘুরে আসুন শুশুনিয়া পাহাড়! পর্যটকদের জন্য সেজে উঠছে ঝর্ণাতলা থেকে পাহাড়তলী, ছুটির দিন দেখে কেটে ফেলুন টিকিট
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura Susunia Hill: শীতের মরশুম মানেই শুশুনিয়া পাহাড়ে পর্যটকদের ঢল। সেই ভিড়কে স্বাগত জানাতেই নতুন রূপে সেজে উঠছে শুশুনিয়া পাহাড়তলী। ঝর্ণাতলা থেকে পাহাড়তলী, সর্বত্রই চলছে সাজসজ্জার কাজ।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সেজে উঠছে শুশুনিয়া। পর্যটকদের অপেক্ষায় ব্যস্ত ব্যবসায়ীরা। শীতের মরশুম মানেই শুশুনিয়া পাহাড়ে পর্যটকদের ঢল। সেই ভিড়কে স্বাগত জানাতেই নতুন রূপে সেজে উঠছে শুশুনিয়া পাহাড়তলী। ঝর্ণাতলা থেকে পাহাড়তলী, সর্বত্রই চলছে সাজসজ্জার কাজ। শুশুনিয়া ঝর্ণার আশপাশে রংতুলির স্পর্শে নতুন মাধুর্য এনে দিচ্ছেন শিল্পীরা। নরসিংহ মন্দির, শিবমন্দির এবং ঝর্ণাতলার সমুদ্রমন্থন থিমের শিল্পকর্মও নতুন করে রঙিন হয়ে উঠছে।
অন্যদিকে, পাহাড়কোলের দোকানগুলিও সাজিয়ে তুলছেন উদ্যোক্তারা। পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুনত্ব আনছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের আশা, প্রতিবছরের মতো এ বছরও হাজার হাজার পর্যটকে মুখরিত হবে শুশুনিয়া পাহাড়। শীতের ছুটিতে ঘুরতে আসা ভ্রমণপিপাসুদের জন্য প্রস্তুত শুশুনিয়া।
আরও পড়ুনঃ পুরুলিয়ায় চাঁদের হাট! নামিদামি সাহিত্যিক ও শিল্পীদের সমাগমে জমজমাট সাহিত্য সভা, ছৌ-ঝুমুরে মেতে উঠল বনপুলক, দেখুন
প্রকৃতি, ইতিহাস আর সৌন্দর্যের মিলনে এই মনোরম পর্যটন কেন্দ্রে পর্যটকদের স্বাগত জানাচ্ছেন শুশুনিয়া পাহাড়তলীর মানুষজন থেকে ব্যবসায়ীরা। শিল্পীর তুলিতে রয়েছে সতর্কবার্তা, শুশুনিয়া পাহাড়ের কোলে প্লাস্টিক আবর্জনা না ফেলা, পিকনিক করতে এসে যত্রতত্র ময়লা না ফেলা। এছাড়াও নিষেধ করা হয়েছে গাছের গায়ে লিফলেট কিংবা বিলবোর্ড না লাগানো, শুশুনিয়া পাহাড় চত্বরে দাহ্য বস্তু ব্যবহার না করা, পাহাড়ে আগুন না লাগানো থেকে শুরু করে পরিচ্ছন্নতা বজায় রাখা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও অদম্য আত্মবিশ্বাস! চন্দ্রকোনার নেপাল গোটা গ্রামের ভরসা, পথ দেখাচ্ছেন অন্যদের
পর্যটন মরশুম ঢুকে পড়েছে শুশুনিয়ায়। এবার শীত একটু পড়তেই আর রোদ একটু চড়তেই পর্যটকের ভিড় দেখা যাচ্ছে। সেই কারণে ঢেলে সাজানো হচ্ছে বাগান। রং করা হচ্ছে কটেজ গুলিতে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরীক্ষা করে দেখা হচ্ছে, বাচ্চাদের পার্কের সরঞ্জাম। পরিষ্কার পরিচ্ছন্ন শুশুনিয়া ইকোপার্ক থেকে পাহাড় মন্দির ও ঝর্না। আসলেই মনে হবে ঢুকেছেন অন্য এক পৃথিবীতে। বাঁকুড়ার এই জায়গার আমেজ আপনাকে বাড়ি যেতে দেবে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
December 09, 2025 2:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: এই শীতে ঘুরে আসুন শুশুনিয়া পাহাড়! পর্যটকদের জন্য সেজে উঠছে ঝর্ণাতলা থেকে পাহাড়তলী, ছুটির দিন দেখে কেটে ফেলুন টিকিট

