Purulia News: পুরুলিয়ায় চাঁদের হাট! নামিদামি সাহিত্যিক ও শিল্পীদের সমাগমে জমজমাট সাহিত্য সভা, ছৌ-ঝুমুরে মেতে উঠল বনপুলক, দেখুন

Last Updated:

Purulia News: পুরুলিয়ায় বনপুলকের মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সোনাঝুরি সাহিত্য গোষ্ঠীর লিটারারি মিট। দেশ বিদেশের নামিদামি সাহিত্যিক ও লোকশিল্পীদের সমাগমে অনুষ্ঠান সফল।

+
পুরুলিয়া

পুরুলিয়া সাহিত্য সভা

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্টফোনের যুগে দাঁড়িয়ে মাটির সোঁদা গন্ধের প্রতি আলাদাই টান থাকে সাহিত্যিক ও শিল্পীদের। শহুরে চাকচিক্যের ভিড়ে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে তারা বারে বারে ছুটে আসেন সুন্দরী পুরুলিয়ায়। আর এবারে যেন পুরুলিয়ার বনপুলক হয়ে উঠল সাহিত্যিক ও লোকশিল্পীদের চাঁদের হাট। দেশে বিদেশের বহু নামিদামি শিল্পী ও সাহিত্যিকদের সমাগম হতে দেখা গেল এদিন।
বনপুলকের মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সোনাঝুরি সাহিত্য গোষ্ঠীর লিটারারি মিট। সদ্য প্রয়াত অভিনেতা কুচিল মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে এই মঞ্চের নামকরণ হয় কুচিল মুখার্জি মঞ্চ।
আরও পড়ুনঃ আপনার অপ্রয়োজনীয় জিনিস হয়ে উঠুক অন্যের ব্যবহার যোগ্য, সাঁইথিয়া পৌরসভার মানবিক উদ্যোগ, এগিয়ে আসুন সকলে
ডিজিটালের যুগে যান্ত্রিকতা কাটিয়ে যুবসমাজকে সাহিত্যের আঙিনায় ফেরানোর উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়। ছৌ, ঝুমুর, লোকনৃত্য ও গানের সুরে মুখরিত হয়ে ওঠে বনপুলক প্রাঙ্গণ। প্রযুক্তির চরম উৎকর্ষের দিনেও এই অনুষ্ঠান প্রমাণ করে দিল বাঙালির সাংস্কৃতি ও সাহিত্যের শিকড় আজও গ্রাম বাংলার অনেক গভীরে প্রোথিত। ‌
advertisement
advertisement
আরও পড়ুনঃ  জাতীয় সড়কের হাল ফেরাতে ডালখোলায় পথ অবরোধ! স্থানীয়দের বিক্ষোভের মুখে আটকে রাজ্যের মন্ত্রীর গাড়ি, ছুটে এল পুলিশ
এ বিষয়ে সংস্থা সম্পাদক অতনু টিকাইত বলেন,  এই অনুষ্ঠান এত বড় করে সফলভাবে হচ্ছে কারণ এখানে যে সমস্ত নামিদামি শিল্পীরা এসেছেন তারা সকলেই বিনামূল্যে নিজেদের সাহিত্য কলা ও শিল্পকলাকে ফুটিয়ে তুলেছেন দর্শকদের সামনে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দর্শক ও শিল্পীদের মনে একই তরঙ্গ বয়ে গিয়েছে।
advertisement
এ বিষয়ে আন্তর্জাতিক সঙ্গীতজ্ঞ অর্ক মুখার্জি বলেন, পুরুলিয়ার মতো এত বৈচিত্র্য বাংলার আর কোথাও নেই। এই বৈচিত্রের টানেই বারে বারে এই জেলায় ছুটে আসা। শহরের কোনও ফোক কনসার্টে এই আনন্দ উপভোগ করা যায় না। এই মাটির গন্ধ পাওয়া যায় না। তাই পুরুলিয়া সমস্ত দিক থেকেই সমৃদ্ধ। ‌
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বনপুলকের কর্ণধার রাজশ্রী চট্টোপাধ্যায় বলেন, সমস্ত গুণী মানুষদের সমাবেশে ভরে উঠেছে বনপুলক। আধুনিকতার যুগে পরবর্তী প্রজন্ম মাটির টান ভুলে যাচ্ছে। তাই তাদের মাটির প্রতি টান বাড়াতেই এই অভিনব আয়োজন। যুবসমাজকে সাহিত্যের সঙ্গে যুক্ত করা, নারী শিক্ষার প্রসার এবং পরিবেশ রক্ষার বার্তা ছিল এই অনুষ্ঠানের মূলভাবনা। একেবারে অন্যরকম সাজে সেজে উঠেছিল গোটা বনপুলক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়ায় চাঁদের হাট! নামিদামি সাহিত্যিক ও শিল্পীদের সমাগমে জমজমাট সাহিত্য সভা, ছৌ-ঝুমুরে মেতে উঠল বনপুলক, দেখুন
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement