Murshidabad Khadi: খাদির হাত ধরে বাংলার সূক্ষ্ম সুতি আবার ফিরছে, প্রাণ পাচ্ছে মসলিন শিল্প, একযোগে কাপড় বুনছেন মহিলা-পুরুষ শিল্পী
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: কালের গর্ভে হারিয়ে যেতে বসা বাংলার সূক্ষ্ম সুতির মসলিন কাপড় আবার ফিরতে শুরু করেছে খাদির হাত ধরে। এখন মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই কাপড় তৈরি করছেন।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কালের গর্ভে হারিয়ে যেতে বসা বাংলার সূক্ষ্ম সুতির মসলিন কাপড় আবার ফিরতে শুরু করেছে খাদির হাত ধরে। শুধু তাই নয়, ফের কাজে ফিরতে শুরু করেছেন নদিয়া, মুর্শিদাবাদের প্রায় হারিয়ে যাওয়া মসলিন কাপড়ের শিল্পীরাও। খাদি পর্ষদের দাবি, অনেকেই রুটি-রুজির টানে খেত-মজুরের কাজ বা অন্য পেশায় নাম লিখিয়েছিলেন। কিন্তু এখন মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই কাপড় তৈরি করছেন।
মুর্শিদাবাদ সিল্ক এসময় সিল্ক রুটে প্রাচ্যে আন্তর্জাতিক বাণিজ্য করত। খাদি স্বাধীনতা আন্দোলন দেশীয় পণ্যের গর্ব। ইউনাইটেড অর্থাৎ একতাতেই আমরা জয় পেয়েছি। আর সেই নামের সঙ্গে জড়িয়ে ইতিহাসের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ খাদি মেলায় ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ক্রেতা টানতেও।
আরও পড়ুনঃ এই শীতে ঘুরে আসুন শুশুনিয়া পাহাড়! পর্যটকদের জন্য সেজে উঠছে ঝর্ণাতলা থেকে পাহাড়তলী, ছুটির দিন দেখে কেটে ফেলুন টিকিট
ডোমকল থেকে আগত সাজিদা বিবি। তিনি-সহ বেশ কয়েকজন মহিলা এখনও এই সুতো তৈরি করে কাপড় ও বিভিন্ন জামার পিস তৈরি করে থাকেন। ঘরের সংসার সামলে একটা শাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় দু’দিন। মজুরি মেলে মাত্র ৩০০ টাকা। সাজিদা বিবির আক্ষেপের সুরে বলেন, আমরা এই শাড়ি তৈরি করে এখন আর সেই ভাবে মজুরি পায় না। তবুও সূক্ষ্ম সুতির মসলিন কাপড় তৈরি করে থাকি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও অদম্য আত্মবিশ্বাস! চন্দ্রকোনার নেপাল গোটা গ্রামের ভরসা, পথ দেখাচ্ছেন অন্যদের
মসলিন কাপড়ের নামের উৎস অবশ্য ভিন দেশে। ইতিহাস বলে, মেসোপটেমিয়াতে টাইগ্রিস নদীর ধারে মোসুল শহর অতি সূক্ষ্ম সুতিবস্ত্র তৈরিতে বিখ্যাত ছিল। সেই মোসুল থেকেই মসলিন। ঠিক ওই রকম সূক্ষ্ম সুতিবস্ত্র তৈরিতে সিদ্ধহস্ত ছিলেন এ দেশের তাঁত শিল্পীরাও। বুনন এমন ছিল যে, আস্ত একটা কাপড় আংটির ভিতর দিয়ে গলে যেতে পারত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটা সময় মুখ্যমন্ত্রীও মসলিন শিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। সেই সূত্র ধরে শিল্পীদের আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি আয় বাড়ানোর ব্যবস্থা, নতুন প্রযুক্তির লুম ও চরকার বন্দোবস্ত, মসলিনের নকশা ও বিপণনে জোর দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Dec 09, 2025 2:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Khadi: খাদির হাত ধরে বাংলার সূক্ষ্ম সুতি আবার ফিরছে, প্রাণ পাচ্ছে মসলিন শিল্প, একযোগে কাপড় বুনছেন মহিলা-পুরুষ শিল্পী






