জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বহরমপুর শহর লাগোয়া রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটারদের নিয়ে বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে হল বিশেষ আলোচনা সভা হয়। যেখানে সরাসরি তাদের সঙ্গে কথা বলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক। শোনা তাদের হয় অভাব, অভিযোগ, নানান বিষয়।
advertisement
এদিনের বৈঠকে জেলাশাসকের কাছে নিজেদের একগুচ্ছ অভাব-অভিযোগ ও দাবিপত্র পেশ করেন রূপান্তরকামীরা। এদিনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন বহরমপুর শহর লাগোয়া এবং আশেপাশের একাধিক থানা এলাকার রূপান্তরকামী, রূপান্তরিত এবং তৃতীয় লিঙ্গের প্রায় পঞ্চাশ জন।
আরও পড়ুনঃ শীতের রাতে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি! শিবের সোনার চোখ, ত্রিশূল, সাপ উধাও, কুলপিতে শোরগোল
বৈঠক শেষে জেলাশাসক নীতিন সিংঘানিয়া জানান, রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষেরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের আত্মসম্মানের সঙ্গে বাঁচার অধিকার সুনিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। আজ তাদের সুবিধা-অসুবিধার কথা সরাসরি শুনলাম। এই দাবিগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সামগ্রিক উন্নয়ন নিয়ে এবং সরকারি পরিষেবা তারা কী কী পাচ্ছেন, কী কী পাচ্ছেন না এবং ১০০ শতাংশ সুবিধা যাতে ওনারা পান সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলোচনা শেষে এক প্রতিনিধি সোনম জানান, ‘সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে জেলা শাসকের সঙ্গে। যে কোনরকম সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলাশাসক। বিশেষ ক্যাম্প করা হবে জেলার তিন জায়গায়, আমরা খুশি যে জেলাপ্রশাসন আমাদের বিষয়টি নিয়ে ওয়াকিবহাল।’





