পুলিশ জানিয়েছে, মৃতের নাম জামির সেখ (৩৪) এবং শামিম সেখ (২২)। মৃত দু’জনের বাড়ি সামশেরগঞ্জের জালেদিপুর গ্রামে। অপরদিকে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ যদিও ঘাতক গাড়ির চালক বা খালাসির কোনও খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টা আগে খড়গ্রাম থানা এলাকায় নগরের কাছে কালভার্টের উপরেই দুর্ঘটনায় পড়ে একটি পণ্য বোঝাই লরি। আর তার ঠিক ২৪ ঘণ্টা পরেই আবারও দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল এবার চালক ও খালাসির।
advertisement
আরও পড়ুনঃ বাঁকড়ার লেজার কাপড় কাটিং কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, আতঙ্কে স্থানীয়রা
মুর্শিদাবাদ জেলার অন্যতম ব্যস্ততম সড়ক ফরাক্কা হলদিয়া এই বাদশাহি সড়ক। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম বিকল্প সড়ক পথ। এই দুর্ঘটনার কারণে বেশ কয়েকঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। যদিও পরে খড়গ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিক হয় যান চলাচল।






