জানা যাচ্ছে, ইসলামপুর থানার গোয়াসের নবাবগঞ্জ এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে ওই মোটরবাইকের। তীব্র সংঘর্ষে ট্রাক্টরের চাকায় পিষে ঘটনাস্থলেই মারা যান যুবক। নিহতের বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত পাহাড়পুর এলাকায়।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এরপর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও এলাকায়। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, মটরবাইক গতি দ্রুত ছিল। অন্যদিকে ট্রাক্টরও অতি দ্রুত গতিতে যাচ্ছিল। কিন্তু মাঝ পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আর তাতেই প্রাণ যায় শরিফুল ইসলামের। পুলিশ জানিয়েছে ঘাতক ট্রাক্টর-সহ চালক পলাতক। মৃতদেহের ময়নাতদন্তের পর তা তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।