উলটে গিয়েছিল পড়ুয়া বোঝাই স্কুল ভ্যান! ভিডিও ভাইরাল হতেই অভিনব উদ্যোগ প্রশাসনের, মুখে হাসি নবগ্রামবাসীর
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
পড়ুয়া বোঝাই স্কুল ভ্যান উলটে যাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
নবগ্রাম, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ লোকাল ১৮ বাংলার খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। পলসন্ডা থেকে কীরিটেশ্বরী মন্দির হয়ে লালবাগ সদরঘাট যাওয়ার একমাত্র রাস্তা বিপজ্জনক অবস্থায় রয়েছে। কখনও উল্টে যাচ্ছে টোটো। কখনও দুর্ঘটনার কবলে পড়ছে বাইক। ইতিমধ্যেই পড়ুয়া বোঝাই স্কুল ভ্যান উলটে যাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তার জেরেই এবার তৎপর হল প্রশাসন। ইট দিয়ে রাস্তা সংস্কারের কাছে উদ্যোগী হল পূর্ত দফতর। তড়িঘড়ি শুরু হয়েছে মেরামতির কাজ।
দিন কয়েক আগেই এবড়োখেবড়ো রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পড়ুয়া বোঝাই স্কুল ভ্যান। নিমেষের মধ্যে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল এই কাণ্ড দেখে আঁতকে ওঠেন অনেকেই। মুর্শিদাবাদের নবগ্রামের এই ঘটনা সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে রাস্তা সংস্কারের তৎপরতা।
আরও পড়ুনঃ রাত বাড়লেই হোটেলে আসত নানা বয়সী পুরুষ-মহিলা, গোপনে রমরমিয়ে চলছিল ‘নোংরা’ কাজ…! পুলিশ হানা দিতেই উদ্ধার ৮ মহিলা, গ্রেফতার আরও ৬
খানাখন্দে ভরা নবগ্রামের পলসন্ডা মোড়ের কাছে পলসন্ডা-লালবাগ সদরঘাটের রাস্তার জরাজীর্ণ দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। প্রতিনিয়ত সেখানে ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। জেসিবি দিয়ে রাস্তা খুঁড়ে ইট ভরাটের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার করা হয় না। সামাজিক মাধ্যমে দুর্দশার ছবি তুলে ধরতেই ভিডিও করছিলেন এলাকারই এক বাসিন্দা। তাঁর ফোনেই বন্দি হয় বাচ্চাদের স্কুল ভ্যান দুর্ঘটনার সেই মুহূর্ত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জনবহুল রাস্তা যেন মরণফাঁদ। এই রাস্তা দিয়েই যেতে হয় লালবাগ, কিরীটেশ্বরী থেকে রানী ভবানি মন্দির, খোশবাগ-সহ বহু পর্যটন কেন্দ্রে। অসংখ্য গাড়ি চলে এই রাস্তায়। তবুও কেন কোন তৎপরতা নজরে আসে না? প্রশ্ন স্থানীয়দের। কেন এত উদাসীনতা উঠছে প্রশ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 4:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উলটে গিয়েছিল পড়ুয়া বোঝাই স্কুল ভ্যান! ভিডিও ভাইরাল হতেই অভিনব উদ্যোগ প্রশাসনের, মুখে হাসি নবগ্রামবাসীর