Hotel: রাত বাড়লেই হোটেলে আসত নানা বয়সী পুরুষ-মহিলা, গোপনে রমরমিয়ে চলছিল 'নোংরা' কাজ...! পুলিশ হানা দিতেই উদ্ধার ৮ মহিলা, গ্রেফতার আরও ৬

Last Updated:

Hotel: মুর্শিদাবাদ শহর মানেই পর্যটন কেন্দ্র। মুর্শিদাবাদ স্টেশনে পর্যটকরা এসে হাজারদুয়ারী-সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। আর এই শহরেই চলছিল অসাধু কাজ। হোটেলের মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করল মধুচক্রের আসর।

লালবাগে মধুচক্রের আসর থেকে উদ্ধার মহিলা
লালবাগে মধুচক্রের আসর থেকে উদ্ধার মহিলা
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ শহর মানেই পর্যটন কেন্দ্র। মুর্শিদাবাদ স্টেশনে পর্যটকরা এসে হাজারদুয়ারী-সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। আর এই শহরেই চলছিল অসাধু কাজ। হোটেলের মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করল মধুচক্রের আসর। উদ্ধার করা হল আটজন মহিলাকে। গ্রেফতার করা হয়েছে ছ’জনকে।
ফের একবার মধুচক্রের আসরের সন্ধান মিলল লালবাগের একটি হোটেলে। লালবাগের একের পর এক হোটেল থেকে মধুচক্রের সন্ধান মেলায় চিন্তিত ও উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, মুর্শিদাবাদ স্টেশন লাগোয়া একটি বেসরকারি হোটেলে মহিলাদের নিয়ে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হঠাৎই অভিযান চালায়। উদ্ধার করা হয় আটজন মহিলাকে। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।
advertisement
advertisement
পুলিশ ধৃতদের বৃহস্পতিবার লালবাগ মহকুমা আদালতে পাঠানো হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। লালবাগের একাধিক হোটেলের বিরুদ্ধে মধুচক্রের আসর বসানো ও মহিলাদের এনে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠছে। হোটেলের ব্যবসা চালু রাখতেই কি মহিলাদের এনে মধুচক্রের আসর বসানো হচ্ছে, উঠছে প্রশ্ন।
advertisement
হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরেই সেখানে মধুচক্রের আসর বসত বলে পুলিশ হোটেল মালিক ও ম্যানেজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। পুলিশ আগেও মধুচক্রের আসর ভঙ্গ করেছে। তবে পুলিশের ধারণা ধৃত এই ছ’জনকে জিজ্ঞেসাবাদ করলে শহরজুড়ে মধুচক্রের আরও অনেক তথ্য মিলবে। ওই হোটেল থেকে বিয়ার ও অন্যান্য আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, এভাবে হোটেলগুলিতে অবৈধ কারবার চললে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শহরের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। তাছাড়া পর্যটকদের কাছে ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ সম্পর্কে খারাপ বার্তা যাচ্ছে। এজন্য ভবিষ্যতে পর্যটকের আনাগোনা কমতে পারে। শহরের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে পুলিশি অভিযান চালানো হোক।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hotel: রাত বাড়লেই হোটেলে আসত নানা বয়সী পুরুষ-মহিলা, গোপনে রমরমিয়ে চলছিল 'নোংরা' কাজ...! পুলিশ হানা দিতেই উদ্ধার ৮ মহিলা, গ্রেফতার আরও ৬
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement