Hotel: রাত বাড়লেই হোটেলে আসত নানা বয়সী পুরুষ-মহিলা, গোপনে রমরমিয়ে চলছিল 'নোংরা' কাজ...! পুলিশ হানা দিতেই উদ্ধার ৮ মহিলা, গ্রেফতার আরও ৬
- Reported by:Koushik Adhikary
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Hotel: মুর্শিদাবাদ শহর মানেই পর্যটন কেন্দ্র। মুর্শিদাবাদ স্টেশনে পর্যটকরা এসে হাজারদুয়ারী-সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। আর এই শহরেই চলছিল অসাধু কাজ। হোটেলের মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করল মধুচক্রের আসর।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ শহর মানেই পর্যটন কেন্দ্র। মুর্শিদাবাদ স্টেশনে পর্যটকরা এসে হাজারদুয়ারী-সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। আর এই শহরেই চলছিল অসাধু কাজ। হোটেলের মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করল মধুচক্রের আসর। উদ্ধার করা হল আটজন মহিলাকে। গ্রেফতার করা হয়েছে ছ’জনকে।
ফের একবার মধুচক্রের আসরের সন্ধান মিলল লালবাগের একটি হোটেলে। লালবাগের একের পর এক হোটেল থেকে মধুচক্রের সন্ধান মেলায় চিন্তিত ও উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, মুর্শিদাবাদ স্টেশন লাগোয়া একটি বেসরকারি হোটেলে মহিলাদের নিয়ে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হঠাৎই অভিযান চালায়। উদ্ধার করা হয় আটজন মহিলাকে। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।
advertisement
advertisement
পুলিশ ধৃতদের বৃহস্পতিবার লালবাগ মহকুমা আদালতে পাঠানো হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। লালবাগের একাধিক হোটেলের বিরুদ্ধে মধুচক্রের আসর বসানো ও মহিলাদের এনে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠছে। হোটেলের ব্যবসা চালু রাখতেই কি মহিলাদের এনে মধুচক্রের আসর বসানো হচ্ছে, উঠছে প্রশ্ন।
advertisement
হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরেই সেখানে মধুচক্রের আসর বসত বলে পুলিশ হোটেল মালিক ও ম্যানেজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। পুলিশ আগেও মধুচক্রের আসর ভঙ্গ করেছে। তবে পুলিশের ধারণা ধৃত এই ছ’জনকে জিজ্ঞেসাবাদ করলে শহরজুড়ে মধুচক্রের আরও অনেক তথ্য মিলবে। ওই হোটেল থেকে বিয়ার ও অন্যান্য আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, এভাবে হোটেলগুলিতে অবৈধ কারবার চললে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শহরের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। তাছাড়া পর্যটকদের কাছে ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ সম্পর্কে খারাপ বার্তা যাচ্ছে। এজন্য ভবিষ্যতে পর্যটকের আনাগোনা কমতে পারে। শহরের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে পুলিশি অভিযান চালানো হোক।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2025 9:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hotel: রাত বাড়লেই হোটেলে আসত নানা বয়সী পুরুষ-মহিলা, গোপনে রমরমিয়ে চলছিল 'নোংরা' কাজ...! পুলিশ হানা দিতেই উদ্ধার ৮ মহিলা, গ্রেফতার আরও ৬








